GI & Reasoning Online Mock Test in Bengali Part - 7

GI & Reasoning Online Mock Test in Bengali Part - 7 | জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং মক টেস্ট পর্ব – 7

1. যদি '+' কে 'x' ধরা হয়, 'x' কে '–'ধরা হয়, '–'কে'÷'ধরা হয় এবং '÷' কে '+' ধরা হয়, তাহলে 18 – 6+ 8 ÷ 10 × 15 = ?

21
18
17
19

2. একজন ব্যক্তি প্রথমে 25 কিমি উত্তরে গেলেন, তারপর 50 কিমি বাঁদিকে গেলেন এবং পুনরায় 50 কিমি দক্ষিণে যাওয়ার পর শেষে 50 কিমি ডানদিকে গেলেন। বর্তমানে তিনি শুরুর জায়গা থেকে কোনদিকে রয়েছেন?

দক্ষিণ-পশ্চিম
উত্তর-পূর্ব
পশ্চিম-পূর্ব
দক্ষিণ-পূর্ব

3. A এর একমাত্র পুত্র হল B। B এর বোন C। C এর মাতা D হলে A, D এর কে হবে ?

পিতা
স্বামী
শ্বশুড়
ভাই

4. '?' ঘরে কোন সংখ্যাটি বসবে?

'?' ঘরে কোন সংখ্যাটি বসবে?
102
98
97
99

5. যদি ORANGE = 360, BUTTER = 516, হয় তবে MUTTON = কী হবে?

518
618
660
542

6. ছয় জন বন্ধু A, B, C, D, E, F পাশাপাশি একটি ঘরে উত্তর দিকে তাকিয়ে বসে রয়েছেন। A কোনো প্রান্তে নেই। F ডান প্রান্তে রয়েছে। A এবং C এর মাঝে একজন রয়েছে। D এর দু’ঘর ডানদিকে F রয়েছে। A এর বাঁদিকে E রয়েছে। এরপর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।

1. বাম প্রান্তে কে রয়েছে?

A
B
C
F

7. A এর ডানদিকে কে রয়েছে?

B
F
D
C

8. F এর বাম দিকে কে রয়েছে ?

A
D
E
C

9. C এর দু’ঘর বামদিকে কে রয়েছে?

E
D
A
F

10. B এর ডান দিকে কে রয়েছে ?

A
E
D
F

11. নীচের চিত্রটিতে যারা চা খায় তাদেরকে ত্রিভুজ দিয়ে, যারা কফি খায় তাদেরকে বৃত্ত দিয়ে এবং যারা ঠান্ডা পানীয় খায় তাদেরকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হল। এবার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন-

1. কতজন ব্যক্তি শুধু কফি খায়?

নীচের চিত্রটিতে যারা চা খায় তাদেরকে ত্রিভুজ দিয়ে, যারা কফি খায় তাদেরকে বৃত্ত দিয়ে এবং যারা ঠান্ডা পানীয় খায় তাদেরকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হল। এবার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন-
57
22
35
40

12. কতজন ব্যক্তি তিনটি পান করে?(see 11 no. Image)

14
40
18
8

13. কতজন ব্যক্তি চা ও কফি উভয় পান করে কিন্তু ঠান্ডা পানীয় পান করে না? (See 11 no. Image)

14
35
22
8

14. কতজন ব্যক্তি কেবলমাত্র ঠান্ডা পানীয় পান করে?(see 11 no. Image)

60
28
8
58

15. কতজন ব্যক্তি ঠান্ডা পানীয় ও কফি পান করে কিন্তু চা পান করে না?(see 11 no. Image)

40
50
18
35

16. নিম্নলিখিত চিত্রটিতে কটি ত্রিভুজ রয়েছে?

নিম্নলিখিত চিত্রটিতে কটি ত্রিভুজ রয়েছে?
8
10
12
9

17. নীচের কোনটি অধিবর্ষ বা leap year?

1700
1900
1604
1622

18. ভেন ডায়াগ্রামের সহায়তায় নীচের সম্পর্কটি ব্যাখ্যা কর। নায়ক, পরিচালক, প্রযোজক

ভেন ডায়াগ্রামের সহায়তায় নীচের সম্পর্কটি ব্যাখ্যা কর।   নায়ক, পরিচালক, প্রযোজক
A
B
C
D

19. '1' এর বিপরীতে কোন সংখ্যা হবে?

'1' এর বিপরীতে কোন সংখ্যা হবে?
6
5
3
4

20. '?' ঘরে কোন সংখ্যাটি বসবে?

'?' ঘরে কোন সংখ্যাটি বসবে?
3
4
16
8