GK Mock Test In Bengali For WBP Part - 7

নমস্কার সকলকে, তোমাদের সবার জন্যে আজ নিয়ে এলাম নতুন কুইজ টেস্ট প্রতিযোগিতা। এই GK Mock Test In Bengali Part - 7 - এ শুধু WBP এই নয়, সমস্ত রকম পরীক্ষার জন্য প্রশ্ন করা আছে যাতে সব competitive exam এ জন্য যাচাই হয়ে যাবে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো। সুতরাং, আর দেরি নয় 30 টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করো আর জেনে নাও নিজের প্রস্তুতি কেমন হয়েছে।

1. মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি?

22 জোড়া
31 জোড়া
25 জোড়া
12 জোড়া

2. অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?

গুপ্ত বংশ
রাষ্ট্রকূট বংশ
পাল বংশ
মৌর্য বংশ

3. রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয়?

1770 সালে
1773 সালে
1775 সালে
1780 সালে

4. নখে কোন প্রোটিন থাকে?

গ্লোবিউলিন
মায়োলিন
ক্যারোটিন
ভিটামিন কে

5. ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন ?

আলাউদ্দিন খলজী
আকবর
শেরশাহ
মুহাম্মদ বিন তুঘলক

6. Global Hunger index এ ভারতের স্থান কত?

52
63
94
116

7. যদি"+" এর অর্থ"×","-" এর অর্থ "÷" এবং"×" এর অর্থ "+","÷" এর অর্থ "-" হয়, তাহলে 7×4÷10×2+5=?

16
18
11
22

8. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তরাখণ্ড
রাজস্থান
কেরল
অন্ধ্রপ্রদেশ

9. জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কে আবিষ্কার করেন ?

ডেনিস রিচি
জেমস গোসলিং
জর্জ ইটসম্যান
এলেন টিউনিং

10. পঙ্গল উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

কর্ণাটক
উত্তর প্রদেশ
তামিলনাড়ু
হিমাচল প্রদেশ

11. কোষের পাওয়ার হাউস কাকে বলে?

নিউক্লিয়াস
রাইবোজোম
লাইসোজোম
মাইটোকনড্রিয়া

12. ভারতের দীর্ঘতম নদী কোনটি?

যমুনা
ব্রহ্মপুত্র
পদ্মা
গঙ্গা

13. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়?

এশিয়া
আফ্রিকা
উত্তর আমেরিকা
আন্টার্টিকা

14. ভারত মহাসাগর অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপ দেশ কোনটি?

মালদ্বীপ
শ্রীলংকা
মাদাগাস্কার
মরিশাস

15. পাঁচমারি কোথায় অবস্থিত?

অন্ধ্রপ্রদেশ
মধ্যপ্রদেশ
সিকিম
উত্তর প্রদেশ

16. থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়?

গোনাডোট্রপিক হরমোন
ইনসুলিন
থাইরক্সিন
টেস্টোস্টেরন

17. সুপ্রিম কোর্টের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে?

76
124
213
324

18. কাকে সীমান্ত গান্ধী বলা হয়?

খান আবদুল গফফর খান
জহরলাল নেহরু
বদরুদ্দীন তায়েবজী
ভিকাজি রুস্তুম কম

19. সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?

পাঞ্জাব
কর্ণাটক
মধ্যপ্রদেশ
হরিয়ানা

20. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন ?

1942
1943
1941
1940

21. হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?

গলনাঙ্ক অতি উচ্চ
ঘনত্ব বেশি
রোধাঙ্ক খুব কম
কঠিনতা বেশি

22. ভারতের কোথায় সর্বোচ্চ উচ্চতায় আবহাওয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে?

মানালি
লেহ
কারগিল
কুলু

23. অস্ট্রেলিয়ার পার্লামেন্ট কে কি বলা হয়?

পিপলস পার্লামেন্ট
কমনওয়েলথ পার্লামেন্ট
পিপলস এসেম্বলি
ন্যাশনাল পিপলস এসেম্বলি

24. কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয়?

মনোলোভা আগ্নেয়গিরি
কিলিমানজারো আগ্নেয়গিরি
স্ট্যাম্বোলি আগ্নেয়গিরি
কোনোটিই নয়

25. নিম্নোক্ত প্রশ্নটিতে ? চিহ্নের জায়গায় কি বসবে: 3,8,15,24,?,48,63

35
37
38
39

26. পদার্থবিদ্যায় ফোর্থ ডাইমেনশন এর আবিষ্কর্তা কে?

নিউটন
আইনস্টাইন
গ্যালিলিও
নীলস বোর

27. মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত?

তামিলনাড়ু
হিমাচল প্রদেশ
মেঘালয়
অরুণাচল প্রদেশ

28. অমৃতসরের স্বর্ণ মন্দির কোন হ্রদের উপর অবস্থিত ?

পুষ্করনী হ্রদ
রামদাস হ্রদ
অমৃত হ্রদ
গুরুদ্বার হ্রদ

29. ক্রিপস মিশন কবে ভারতে আসে?

1913
1919
1940
1942

30. ডেবিট কার্ডে উল্লেখিত সিভিভি কোড এর পুরো অর্থ কি ?

কার্ড ভ্যালু ভেরিফিকেশন
কার্ড ভ্যালু ভ্যালিডেশন
কার্ড ভেরিফিকেশন ভ্যালু
কার্ড ভ্যারিয়েশন ভ্যালু