WBP Online Mock Test In Bengali Part - 10

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 10 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে ১৫ টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই A এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. শতকরা প্রায় ৭০ ভাগ জল ব‍্যবহার করা হয় কীসে?

শিল্পে
বাণিজ্যে
কৃষিতে
গৃহস্থলির প্রয়োজনে

2. ভারতের কোন রাজ‍্যে প্রথম সূর্যোদয় হয়?

অরুনাচল প্রদেশ
মিজোরাম
মণিপুর
নাগাল‍্যান্ড

3. কোন গ্যাস অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী?

মিথেন
অক্সিজেন
কার্বন মনোঅক্সাইড
সালফার ডাই অক্সাইড

4. সবচেয়ে বেশী ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?

আপেল
পেয়ারা
বেদানা
কমলালেবু

5. ভারতের প্রথম উপগ্রহ কোনটি?

বিমলা
অপলা
রোহিনী
আর্যভট্ট

6. পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ‍্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?

বেহালা
সেতার
বাঁশি
তবলা

7. ভারতীয় সেনাবাহিনীর ডাকনাম কি?

ক‍্যাপ্টেন
মেজর
মার্শাল
জাওয়ান

8. নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়?

ব-দ্বীপে
নিন্ম গতিতে
মধ্য গতিতে
উচ্চ গতিতে

9. মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি?

থাইমাস
অগ্নাশয়
পিটুইটারি
থাইরয়েড

10. ক‍্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক?

কানাডা
মেক্সিকো
ঘানা
অষ্ট্রেলিয়া

11. চৌম্বক আবেশের একক কি?

হেনরি
গাউস
ওয়েবার
ওরস্টেড

12. ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ‍্যান কোনটি?

জিম করবেট
বক্সা
হেমিস
সুন্দরবন

13. আরশোলার হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?

১০টি
১৩টি
১৫টি
৭টি

14. নীলনদ কোথায় পতিত হয়েছে? কচ্ছেররণে

আরব সাগরে
ভূমধ্যসাগরে
লোহিত সাগরে
কচ্ছেররণে

15. চর্যাপদের পুঁথি গুলো কে আবিষ্কার করেন?

হরপ্রসাদ শাস্ত্রী
বড়ু চন্ডীদাস
বিজয় গুপ্ত
ঘনরাম চক্রবর্তী