Kolkata Police Constable Mock test 2022 | কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট পর্ব - 7

Kolkata Police Constable Mock test 2022 | কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট পর্ব - 7

1. গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম কি ?

লোথাল
কোটদিজি
রোপার
দৈমাবাদ

2. ভ্রান্তিবিলাস - কার লেখা?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
কাজী নজরুল ইসলাম
সুকুমার রায়

3. প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পান -

আরতি সাহা
অঞ্জু ববি জর্জ
পি টি ঊষা
কে মল্লেশ্বরী

4. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হয়?

ক্লোরিন
ফসফরাস
সালফার
সিলিকন

5. কাজিরাঙা অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত ?

বাঘ
শজারু
এশিয়ান হাতি
একশৃঙ্গ গন্ডার

6. দক্ষিণের ব্রিটেন নিম্নের কোন দেশকে বলা হয়?

উত্তর কোরিয়া
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ফিনল্যান্ড

7. The Last World - গ্রন্থটি কার লেখা?

জেমস জয়েস
সলমন কুরেশি
হানিফ কুরেশি
চেতন ভগৎ

8. পন্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?

সন্তুর
ঘটম
তবলা
সারেঙ্গি

9. দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

অন্ধ্রপ্রদেশ
গুজরাট
মহারাষ্ট্র
তামিলনাড়ু

10. বিখ্যাত মোবাইল সংস্থা স্যামসাং এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

তাইওয়ান
জাপান
উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়া

11. সোনাই রূপাই অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

কর্ণাটক
গুজরাট
আসাম
গোয়া

12. থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

পিটুইটারী
থাইরয়েড
অগ্নাশয়
এড্রিনাল

13. হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত ?

হায়দ্রাবাদ
উদয়পুর
নাগপুর
কলকাতা

14. ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্য টি হল -

কেরল
মহারাষ্ট্র
তামিলনাড়ু
কর্ণাটক

15. নিম্নের কোন লেখকের ছদ্মনাম হাবু শর্মা?

তারাশঙ্কর বন্দোপাধ্যায়
অবন ঠাকুর
মোহিতলাল মজুমদার
সুভাষ মুখোপাধ্যায়