Kolkata Police Constable 2022 Mock Test | কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট পর্ব - 8

Kolkata Police Constable 2022 Mock Test | কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট পর্ব - 8

1. ভারতের শান্তি মানব নামে নিম্নের কে বিখ্যাত ছিলেন?

লালা লাজপত রায়
বাল গঙ্গাধর তিলক
লাল বাহাদুর শাস্ত্রী
বিরেন্দ্রনাথ শাসমল

2. মান্নার উপসাগর নামক বায়োস্ফিয়ার রিজার্ভ টি নিম্নের কোন শ্রেণীর অন্তর্গত ?

পশ্চিম হিমালয়
পর্বত দ্বীপপুঞ্জ
মরুভূমি
উপকূল

3. পদাতিক কবি নামে কে পরিচিত?

মুকুন্দরাম
মোহিতলাল মজুমদার
সুভাষ মুখোপাধ্যায়
নবীন চন্দ্র সেন

4. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ টি নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

মেঘালয়
আসাম
সিকিম
ওড়িশা

5. নিম্নের কোন স্থানটির পূর্ব নাম লুসাই হিলস?

ওড়িশা
কর্ণাটক
দিল্লী
মিজোরাম

6. মধ্যপ্রদেশের সাতনা স্থানটি নিম্নের কোনটির জন্য বিখ্যাত ?

কয়লা
গ্রাফাইট
হীরা
অভ্র

7. রয়টার্স সংবাদ সংস্থাটি কোন দেশের?

ভারত
রাশিয়া
যুক্তরাজ্য
আমেরিকা যুক্তরাষ্ট্র

8. বানার ঘাটা অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

জম্মু-কাশ্মীর
তামিলনাড়ু
রাজস্থান
কর্ণাটক

9. থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত?

টেবিল টেনিস
বিলিয়ার্ড
ব্যাডমিন্টন
লন টেনিস

10. মনিকরণ ভূ-তাপশক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

তামিলনাড়ু
গুজরাট
হিমাচল প্রদেশ
ছত্তিশগড়

11. নিম্নের কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো?

রাওলাট এক্ট
পিট ইন্ডিয়া এক্ট
রেগুলেটিং এক্ট
ইন্ডিয়ান কাউন্সিল এক্ট

12. মিচিগান হ্রদটি কোন দেশে অবস্থিত ?

কেনিয়া
রাশিয়া
জাম্বিয়া
যুক্তরাষ্ট্র

13. তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয় ?

দস্তা
টিন ও সোনা
টিন ও দস্তা
এলুমিনিয়াম ও দস্তা

14. কুদানকুলাম পারমানবিক শক্তি কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

তামিলনাড়ু
কেরল
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ

15. নিম্নের কোনটি ক্রান্তীয় বর্ষা ফসল ?

গম
ধান
ভুট্টা
তুলা