জীবন বিজ্ঞান এর কুইজ টেস্ট পর্ব - ১ | Life Science Quiz Test | Part - 1

জীবন বিজ্ঞান এর কুইজ টেস্ট পর্ব - ১ | Life Science Quiz Test | Part - 1

1. লাফিং গ্যাস কি ?

N2O
NO2
N2O2
SO2

2. যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন -

রবার্ট হুক
ডুজার ডিন
জ্যন্সেন ভাতৃদ্বয়
লিউ য়েন হুক

3. কোন মাধ্যমে শব্দতরঙ্গ সঞ্চারিত হলে মাধ্যমের কণাগুলোর আন্দোলন

যেকোনো একটু অভিমুখে
তরঙ্গ সঞ্চালনের অভিমুখ হয়
তরঙ্গ সঞ্চালনের অভিমুখের লম্ব দিকে হয়
এলোমেলোভাবে হয়

4. বৃক্ষ থেকে নিঃসৃত প্রধান হরমোন টি হল

সিক্রেটিন
রেনিন
গাস্ট্রিন
ভিলি কাইনিন

5. সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল

নিউক্লিয় সংযোজন
নিউক্লিয় বিভাজন
অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি
কোনোটিই না

6. ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে গরম করতে পারেনা

শর্করা
ইনসুলিন
এপিনেফ্রিন
উপরের কোনোটিই না

7. প্রয়োজনাতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে ?

রেচন
সালোকসংশ্লেষ
শ্বসন
বাষ্পমোচন

8. নিচের কোনটি পুঞ্জিভূত ফল -

কাঁঠাল
আতা
ডুমুর
বেল

9. কোন উদ্ভিদের কান্ড পত্রের ন্যায় ?

পদ্ম
শালুক
ঘৃতকুমারী
ফনিমনসা

10. একটি উত্তল লেন্সের দ্বারা কোন বস্তুর সমান মাপের সদ প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে রাখতে হবে লেন্সের -

ফোকাস এ
অসীমে
ফোকাসের বাইরে
দ্বিগুণ ফোকাস দূরত্বে

11. কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?

অক্সিজেন
ফ্লুরিন
নাইট্রোজেন
মিথেন

12. লাইম ওয়াটারে কি আছে ?

সোডিয়াম ক্লোরাইড
সোডিয়াম কার্বনেট
ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড
কোনোটিই না

13. মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন ?

রাসায়নিক
ভৌত
আণবিক
রাসায়নিক ও ভৌত

14. চুম্বক আকর্ষণ করে -

নিকেল
হিলিয়াম
তামা
উপরে সব কটি

15. কাগজের উপাদান কোনটি ?

সেলুলোজ
অ্যামাইড
কার্বোহাইড্রেট
ওপরের কোনোটিই নয়