WBP Constable GK Mock Test In Bengali Ep – 8

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 8 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. নীলদর্পণ নাটকটি কার লেখা?

দীনবন্ধু মিত্র।
রবীন্দ্রনাথ ঠাকুর।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

2. পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের কত তারিখে হয়?

23জুলাই।
13জুলাই।
23 জুন।
13 জুন।

3. ভারতের কোন শহর থেকে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল?

পন্থনগর
লক্ষ্ণৌ
অমৃতসর
কানপুর

4. কোন মাছ মশার লার্ভা ভক্ষণ করে?

পুঁটি
কাতলা
গাপ্পি
থোরাল

5. 'পুনা সার্বজনীন সভা’ কে প্রতিষ্ঠা করেন?

ফিরোজ মেহতা।
আত্মারাম পাড়ুরঙ্গ।
মহাগোবিন্দ রানাডে।
আনন্দমোহন বসু।

6. হ্যালোজেন গ্যাস হল—

হিলিয়াম ও নিয়ন।
আর্গন ও জেনল।
নিয়ন ও আর্গন।
ক্লোরিন ও ফ্লোরিন।

7. C : 16 :: F : ?

34
49
36
27

8. ভারতে মন্ত্রীসভার কার্যকলাপ কে নিয়ন্ত্রণ করতে পারেন?

সুপ্রিম কোর্ট
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
আইনসভা।

9. পিতল নিম্নোক্ত কোন্ ধাতুদ্বয়ের সংকর?

তামা ও রূপা
তামা ও অ্যালুমিনিয়াম
তামা ও দস্তা
তামা ও লোহা

10. নিম্নলিখিত কোন ব্যক্তি অমৃতসর সরোবর খনন করেছিলেন?

অমর দাস
গুরু অঙ্গদ
গুরু অর্জুন
রামদাস

11. শেরশাহ কর্তৃক প্রচলিত মুদ্রার নাম-

দাম
জিওল
সাসদানি
তঙ্কা

12. নিম্নলিখিত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়

বক্সাইট
ডলোমাইট
কেওলিন
ক্রায়োলাইট

13. 68 :130 :: ? : 350

232
227
222
219

14. ‘গণপতি ও শিবাজি’ উৎসব কে প্রচলন করেছিলেন?

দামাদের সাভারকার
বাল গঙ্গাধর তিলক
লালা লাজপত রায়
কেউই নন

15. কানপুরে মহাবিদ্রোহের নেতা ছিলেন-

নানা সাহেব
কুনওয়ার সিং
বেগম হজরতমল
লক্ষ্মীবাই