Mock Test For WBP Constable | বাংলা কুইজ | Part-23

নমস্কার সকলকে, এই কুইজ টেস্ট টি তে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতি যাচাই করুন, এই কুইজ টি সমস্ত রকমের পরীক্ষা প্রশ্ন নেওয়া হয়েছে যেমন - wbp, constable, wbcs, bank, mts, ssc, group d, ntpc etc. <br> <b>➤ Mock Test For WBP Constable | বাংলা কুইজ | Part-23 <br>➤ বিষয় - জেনারেল নলেজ <br>➤ প্রশ্ন সংখ্যা - ২০ <br>➤ পূর্ণমান - ২০</b>

1. পশ্চিমবঙ্গের পশ্চিমমাংশে দীর্ঘতম নদী কোনটি ?

রূপনারায়ন
সূবর্ণরেখা
দামোদর
কয়না

2. প্রাচ্যের মিলটন নামে নিম্নের কে পরিচিত ছিলেন ?

নবীনচন্দ্র সেন
মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত
রামমোহন রায়

3. পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল ?

ব্রাজিল
স্টক হোম
নিউইয়র্ক
নয়া দিল্লি

4. আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে ?

১২ই জুন
১৬ই জুন
২১শে জুন
২৮শে জুন

5. ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করে কারা ?

ইন্দ্র-গ্রীক
কুষান
গুপ্তবংশ
মৌর্য বংশ

6. আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয় ?

কোলকাতা মেডিকেল কলেজ
বেঙ্গল কেমিক্যাল
বেথুন কলেজ
সংস্কৃত কলেজ

7. টেস্ট ডেবিউ ম‍্যাচে দুবার পরপর হাফ সেঞ্চুরি করা কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার কে ?

শেফালী বর্মা
জেসিকা লুইস
সিরি ব‍্যারেন
স্মৃতি মান্ধানা

8. কোন শহরকে tiger Gateway of India বলা হয় ?

লখনউ
দেরাদূন
দিল্লি
নাগপুর

9. ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

রোম
বেজিং
নিউইয়র্ক
লন্ডন

10. পৃথিবীর মোট অক্ষরেখার সংখ‍্যা কত ?

১৬২টি
১৭০টি
১৮১টি
১৮০টি

11. ভারতের কোন রাজ‍্যে জাতীয় উদ‍্যানের সংখ্যা বেশি ?

আসাম
মধ‍্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
পাঞ্জাব

12. কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র গুলি অঙ্কিত হয়েছিল ?

কুষান যুগে
গুপ্ত যুগে
মৌর্য যুগে
মুঘল সাম্রাজ্যের আমলে

13. মুখ‍্যমন্ত্রী মহিলা উদ‍্যামী যোজনা লঞ্চ করলো কোন রাজ‍্য ?

কেরালা
উড়িষ্যা
বিহার
পাঞ্জাব

14. বেদ ভাষ‍্য গ্রন্থটি কার লেখা ?

অরবিন্দ ঘোষ
অনিক দত্ত
সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
দয়ানন্দ সরস্বতি

15. ভারতের জাতীয় সংগীত জনগণমন গানটি প্রথম গাওয়া হয় কবে ?

১৯০৫ সালে
১৯১০ সালে
১৯১১ সালে
১৯১৯ সালে

16. সম্প্রতি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরেটি কোথায় খুঁজে পাওয়া গেল ?

ব্রাজিল
নাইজেরিয়া
দক্ষিণ আফ্রিকা
বতসোয়ানা

17. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প‍্যারিস তৈরি হয় ?

জিঙ্ক
জীপসাম
গ্রাফাইট
কস্টিক সোডা

18. স্বপ্নবাসবদত্তা নাটকের রচয়িতা কে ?

মহামুনী ভাস
টি গণপতি শাস্ত্রী
বসুবন্ধু
বিলহন

19. লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

ব্রহ্মপুত্র
যমুনা
রাভী
সিন্ধু

20. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত ?

কল‍্যানি
ব‍্যারাকপুর
ধূলাগড়
শ্রীরামপুর