WBP Constable Main 2022 Online Quiz Test Part - 3 In Bengali

আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশের মেইন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে জানতে WBP Main 2022 Online Quiz Test Part - 3 In Bengali কুইজ টেস্ট দিন।

1. যদি 876=12, 864=81 তবে 824 = ?

41
14
64
48

2. মৌসুমি শব্দের অর্থ হল-

বর্ষ
ঋতু
বায়ুপ্রবাহ
অঞ্চল

3. দুটি সংখ্যার অনুপাত 3.5 এবং তাদের লসাগু 165 হলে সংখ্যাদ্বয়ের গুণফল হবে-

825
1485
1815
2475

4. নিম্নলিখিত কোনটি পাঞ্জাবে গড়ে উঠেছিল?

আর্যসমাজ
বেদসমাজ
প্রার্থনাসমাজ
পরমহংসসভা

5. 'Forward Policy' কে গ্রহণ করেছিলেন?

কার্জন
নর্থব্রুক
লিটন
ডালহৌসি

6. 'নববিধান' কে প্রতিষ্ঠা করেন।

দেবেন্দ্রনাথ ঠাকুর
কেশবচন্দ্র সেন
রানাডে
শিবনাথ শাস্ত্রী

7. 1928 সালে কে ভারতীয়দের জন্য একটি সংবিধান রচনা করেন?

জওহরলাল নেহরু
রাজেন্দ্র প্রসাদ
মতিলাল নেহরু
বি আর আম্বেদকর

8. একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোন 70° হলে, এর বিপরীত কোণটি হবে-

145°
110°
200°
20°

9. বীজহীন ফল উৎপাদনকে বলে-

কর্ষণ
পার্থেনোকাপি
মোচন
কোনোটিই নয়

10. ভারতীয় সংবিধান হল-

দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান
যুক্তরাষ্ট্রীয় সংবিধান
অর্ধ-যুক্তরাষ্ট্রীয় সংবিধান
কোনোটিই নয়।

11. গান্ধার শিল্পের সূচনা হয়েছিল?

কুষাণ যুগে
মোঘল যুগে
গুপ্ত যুগে
মোর্য যুগে

12. ছবিতে একজন মহিলার দিকে নির্দেশ করে মীরা বলল, “তার পিতার একমাত্র পুত্রের স্ত্রী হল আমার শাশুড়ি।' মীরার স্বামীর সঙ্গে ছবির মহিলাটির সম্পর্ক হল-

পুত্র
দাদু
ভাইপো
নাতি

13. ভারতের কোথায় প্রথম জলবিদ্যুৎ উৎপন্ন হয়?

ইড্ডুকি
সালাল
রিহান্দ্র
সিদ্রাপং

14. পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পর্বত?

স্তুপ পর্বত
প্রাচীন ভঙ্গিল পর্বত
ক্ষয়জাত পর্বত
কোনোটিই নয়

15. ফসফরাসকে উন্মুক্ত জারে রাখলে কী পরিণতি হবে?

বাতাস বিষাক্ত হয়ে যাবে
জারটি জলপূর্ণ হয়ে যাবে।
আগুন জ্বলে উঠবে ।
কোনোটিই নয়।

16. দ্রবণের লবণাক্ততা নির্ণয় করে -

পাইরোমিটার
স্যালিনোমিটার
ওডোমিটার
ভিসকোমিটার

17. আকবরের রাজত্বকালে কতগুলি সুবা বা প্রদেশ ছিল?

15টি
19টি
24টি
25টি

18. ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন-

আইজ্যাক নিউটন
আর্যভট্ট
আইনস্টাইন
গ্যালিলিও

19. 'রুমি কৌশল" কে প্রয়োগ করেছিলেন?

রণজিত সিং
বাবর
শিবাজি
গিয়াসউদ্দিন বলবন

20. 'ভাঙ্গর একপ্রকার' -

সমতলভূমি
সমভূমি
মালভূমি
সময়ভূমি