Online GK Mock Test In Bengali For All Competitive Exam Part - 14

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 14 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে 20 টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা – A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই AA এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয়?

১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে

2. কোন গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে?

মিথেন
ওজোন
ইথেন
অ্যাসিটিলিন

3. কোন শহরকে গোলাপী শহর বলা হয়?

কোচিন
জয়পুর
ওখা
আমেদাবাদ

4. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে?

১৫ টি
১২ টি
৯ টি
৬ টি

5. ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল?

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
অর্জুন পুরস্কার
ধ্যানচাঁদ পুরস্কার
দ্রোণাচার্য পুরস্কার

6. সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত?

আমেদাবাদ
গুজরাট
এিপুরা
মেঘালয়

7. আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে?

রসায়ন শিল্প
কয়লা
পেট্রোরসায়ন শিল্পকে
কোনটি নয়

8. জাপানের সংসদ কি নামে পরিচিত?

স্ট্যাটেন
ডায়েট
ফোকেটিং
নেসেট

9. নিম্নলিখিত কোনটি parthenocarpic fruit নয়?

পেঁপে
আঙ্গুর
আনারস
বেগুন

10. বিকর্ণ কার ছদ্মনাম?

সুকান্ত ভট্টাচার্য
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
নারায়ণ সান্যাল

11. পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল?

১৯১১ সালে মারাঠা ও ইংরেজ
১৯৩২ সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর
১৯১৫ সালে ইংল্যান্ড ও ফ্রান্স
১৯৩৪ সালে সিরাজউদ্দৌলা ও ইংরেজ

12. পৃথিবীতে কয়টি চাপ বলয় আছে?

৬ টি
৯ টি
৫ টি
৭ টি

13. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি?

রেনই গেজ
সনোমিটার
আল্টমিটার
ব্যারোগ্রাফ

14. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?

কুলিক নদী
গোদাবরী নদী
মহানন্দা নদী
দামোদর নদী

15. আমাদের দেহের কঠিনতম অংশ হল?

চামড়া
হাড়
নখ
দাঁতের এনামেল