WBP Constable 2022 Main GK Mock Test In Bengali Ep – 20

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 20 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল কোনটি ?

বাতাস
মাটি
পাথরপাথর
সমুদ্র

2. বর্তমানে ভারতে "রামসর সাইট" অনুমোদিত সাইটের সংখ্যা কয়টি?

43
46
48
49

3. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ?

প্রিয়াঙ্কা চোপড়া
ঐশ্বরিয়া রাই
সুস্মিতা সেন
রীতা ফারিয়া

4. "যুগান্তর দল" কে প্রতিষ্ঠা করেন?

পুলিনবিহারী দাস
গোপাল হরি দেশমুখ
পুলিনবিহারী দাস
বারীন্দ্রকুমার ঘোষ

5. নিম্নলিখিত কোন ব্যক্তি The jungle book এর লেখক?

রুডিয়ার্ড কিপলিং
মার্ক টোয়েন
জর্জ অরওয়েল
এদের কেউ নন

6. "রনপা" নামক প্রাদেশিক নৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখাযায়?

মনিপুর
অন্ধ্রপ্রদেশ
পশ্চিমবঙ্গ
ওড়িশা

7. সেন্ট্রাল রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

দিল্লি
মুম্বাই
ভোপাল
কানপুর

8. সবচেয়ে বেশি জীব বৈচিত্র‍্যের দেশ হল-

ঘানা
ভুটান
রাশিয়া
ব্রাজিল

9. "গ্রন্থসাহেব" গ্রন্থটি কোন শিখ গুরু প্রথম সংকলন করেন?

গুরু হরগোবিন্দ
গুরু অর্জুন
গুরু রামদাস
গুরু নানক

10. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?

অ্যারিস্টটল
নিকোলো মেকেয়াভেলী
রুশো
জন লক

11. মেডিসিন এর জনক কে?

স্ট্যানলি
হিপোক্রেটিস
পল বার্ড
সোয়ানসন

12. "চিনির গামলা" নামের কোন স্থানটি পরিচিত?

কিউবা
ভেনিজুয়েলা
ডেনমার্ক
এথেন্স

13. সংবিধানের 42 তম সংশোধনীতে কয়টি নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছে?

সাতটি
ছয়টি
পাঁচটি
তিনটি

14. আলোর দীপন প্রাবল্যের একক কি?

ক্যান্ডেলা
লুমেন
লাক্স
কোনটাই নয়

15. কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়?

1945
1948
1949
1951