Online GK Mock Test in Bengali Part - 32 || অনলাইন কুইজ টেস্ট পর্ব - ৩২

সকলকে জানাই নমস্কার, Online GK Mock Test in Bengali মক টেস্ট ৩২ নম্বর পর্বে চলছে, এই মক টেস্ট টি প্রশ্ন গুলো নেওয়া হয়েছে বিভিন্ন Competitive বই থেকে নেওয়া হয়েছে । প্রশ্ন গুলো WBP, Abgari, si, food, এর লেভেলের প্রশ্ন, যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা পার্থী।

1. কোনটি এককোষী জীব ?

ব‍্যাক্টেরিয়া
মানুষ
চিংড়ি
কেঁচো

2. ১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার কোন বিষয়ে চালু হয়?

বিজ্ঞান
ক্রীড়া
সাহিত্য
কোনটি নয়

3. কোষের মস্তষ্ক কাকে বলা হয়?

থাইরক্সিন
নিউক্লিয়াস
আর্কিমিডিস
কোনটি নয়

4. আয়তনে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি?

গোয়া
রাজস্থান
উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ

5. তাপের অধিকতম সুপরিবাহী ধাতু কোনটি?

তামা
লোহা
সিলিকন
এগুলির কোনোটিই নয়

6. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?

১ মিনিট
৪ মিনিট
৭ মিনিট
৯ মিনিট

7. আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?

গোয়া
রাজস্থান
উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ

8. দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সূচনা হয় কবে?

1739
1707
1749
1755

9. বাগযন্ত্রের মধ্যে পড়ে?

দাঁত
চোখ
নাক
হাত

10. কার সুনির্দিষ্ট গলনাঙ্কা নেই?

KCL
কাচ
বরফ
হীরক

11. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?

মহাসচিব
স্পিকার
রাষ্ট্রপতি
অধ্যক্ষ

12. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি?

মাউন্ট এভারেস্ট
আলাস্ক রেঞ্জ
আন্দিজ
রকি

13. বিধান পরিষদ একটি বিল কত দিন পর্যন্ত আটকে রাখতে পারেন?

১৪ দিন
১২ দিন
১৬ দিন
১৫ দিন

14. কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়?

মিথেন
আর্গন
ফ্রেওন
হিলিয়াম

15. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?

হায়দ্রাবাদ
ব্যাঙ্গালোর
চেন্নাই
কলকাতা