Online GK Mock Test In Bengali For All Competitive Exam Part - 13

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 13 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে 20 টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা AA Grade, A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই AA এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. খেলাধুলা প্রশিক্ষণের ক্ষেত্রে কোন পুরস্কার প্রদান করা হয়?

নোবেল
দ্রোণাচার্য
পদ্মবিভূষণ
কোনোটিই নয়

2. বাঁধাকপি কোথায় খাদ‍্য সঞ্চয় করে?

মূলে
পাতায়
কান্ডে
কোনটিই নয়

3. শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?

ডারউইন
লিউয়েন হুক
কোপার্নিকাস
উইলিয়াম হার্ভে

4. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে?

অমিত মিত্র
দ্বিতীয় ভাস্কর
হরিলাল সেন
লীলা মুখার্জি

5. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

গুরুশিখর
অমর কন্টক
সারামতী
দোদাবেতা

6. পীতবিন্দু কোথায় থাকে?

পাকস্থলীতে
হৃদপিন্ডে
চোখের রেটিনায়
কানের নিচে

7. মুক্তেশ্বর মন্দির কোথায় অবস্থিত?

অসম
বিহার
উড়িষা
ভুবনেশ্বর

8. রিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

ফুটবল
ক্রিকেট
বক্সিং
হকি

9. ভারত ও চীন যুদ্ধ কবে হয়েছিল?

১৯৪৫ সালে
১৯৬২ সালে
১৯৫৬ সালে
১৯৬৮ সালে

10. ভারতে মোট কয়টি দ্বীপ আছে (জনবসতিহীন দ্বীপ সহ)?

১২০৮ টি
১৮৩৯ টি
১৭৩৫ টি
১৩৭৬ টি

11. নর্মদা নদী কোথায় পতিত হয়েছে?

মান্নার উপসাগরে
কচ্ছ উপসাগরে
পারস্য উপসাগরে
খাম্বাত উপসাগরে

12. সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

নিউইয়র্ক
আমেরিকা
চীন
জাপান

13. ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি?

২৭ টি
২৪ টি
২৩ টি
১২ টি

14. ভীমবেটকা প্রস্তরক্ষেত্র কোথায় অবস্থিত?

আসাম
গোয়া
কলকাতা
মধ্যপ্রদেশ

15. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়?

বানর
রেড পান্ডা
হাতি
ঈগল

16. কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত?

কেরালা
দিল্লি
চন্ডিগড়
মিমলা

17. বাদামী বিপ্লবের জনক কে?

অরুণ কৃষ্ণন
হিরলাল চৌধুরী
ইন্দ্রা গান্ধি
সাম ত্রিপদা

18. লোকপ্রিয় কার উপাধি?

দাদাভাই নওরোজি
গোপিনাথ বরদৌলি
ক্ষুদিরাম বসু
রাজেন্দ্র প্রসাদ

19. 2019 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ রানার্স দল ছিল?

ইংল্যান্ড
অস্ট্রেলিয়া
ভারত
নিউজিল্যান্ড

20. কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়?

হরিয়ানা
পাঞ্জাব
রাজস্থান
পশ্চিমবঙ্গ