Online GK Quiz Episode - 47 In Bengali For Competitive Exams

Online GK Quiz Episode - 47 In Bengali For Competitive Exams

1. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র-

গ্যালভানোমিটার
এন্ডোস্কোপ
ফ্যাদোমিটার
ফ্লাক্সমিটার

2. ক্রোমোজোম গঠিত হয়—

প্রোটিন দ্বারা
RNA দ্বারা
DNA, RNA এবং প্রোটিন দ্বারা
DNA দ্বারা

3. সীভ নল কার উপাদান?

স্ক্লেরেনকাইমা
প্যারেনকাইমা
জাইলেম
ফ্লোয়েম

4. নিম্নলিখিত কোন রক্তকণিকা নিউক্লিয়াসযুক্ত?

শ্বেত কণিকা
অনুচক্রিকা
লোহিত কণিকা
কোনোটিই নয়

5. চুম্বক প্রবাহের একক –

ওয়েবার
গ্রাম
জুল
গ্রেস

6. বস্তুর ভার—

পর্বতে সমতলের থেকে বেশি
নিরক্ষরেখায় সর্বোচ্চ
পৃথিবীপৃষ্ঠের সব স্থানে সমান
মেরুতে সর্বোচ্চ

7. নীচের কোনটি সাধারণ উষ্ণতায় তরল?

ফসফরাস
পারদ
সোডিয়াম
কোনোটিই নয়

8. A, B ও C একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়য়ের অনুপাত 1:2:3 হয় তবে তাদের লাভের অনুপাত কত?

9:4:1
1:4:9
1:2:3
3:2:1

9. পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

7
8
11
10

10. একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয় লাভ করে। মোট কত ভোট পড়েছিল ?

180
160
150
120

11. বৃক্কের গঠনগত ও কার্যকরী একক হল,

নেফ্রন
ইউরেটার
শোয়াস কোষ
নিউরন

12. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?

15 জোড়া
12টি
31 জোড়া
12 জোড়া

13. NABARD কোথায় অবস্থিত?

নিউদিল্লি
লক্ষ্মৌ
মুম্বাই
হায়দ্রাবাদ

14. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত

কাশী
ভোপাল
কাশ্মীর
দেরাদুন

15. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?

রাশিয়া
চীন
মঙ্গোলিয়া
ইউক্রেন

16. ভারতে প্রথম কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়?

1960
1951
1948
1945

17. 15 মাৰ্চ, 1995 কী বার হবে?

রবিবার
শনিবার
বুধবার
শুক্রবার

18. কাপড় : কল :: সংবাদপত্র : ?

সম্পাদক
পাঠক
কাগজ
প্রেস

19. কিলিমাঞ্জারো আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

ইরান
রাশিয়া
তানজানিয়া
ইরাক

20. কার্জন লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে?

পোল্যান্ড ও রাশিয়া
পোল্যান্ড ও লিথুয়ানিয়া
জার্মানি ও ফ্রান্স
ইরাক ও আফগানিস্তান