Online Mock Test In Bengali For Kolkata Police Part - 17

নমস্কার সকলকে, আজকের কুইজ টি Kolkata Police এর উপর Online Mock Test In Bengali এর 17 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে 15 টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা A Grade, B Grade, ও C Grade, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই A এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. নীচের কোনটি কেঁচোর গমনাঙ্গের নাম?

সিটা
ক্ষণ পদ
নেফ্রিডিয়া
কোনটিই নয়

2. 10 টাকা দরে 11টি করে আপেল কিনে, 11 টাকা দরে 10টি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে ?

15%
21%
11%
কোনটাই নয়

3. বৃহত্তম এককোষী শৈবালের নাম কি?

অ্যাসিটেবুলেরিয়া
অ্যামিবা
ইস্ট
কোনটাই নয়

4. ব্রিটিশরা ভারতে তাদের প্রথম বন্দরটি কোন জায়গায় নির্মাণ করেছিল?

সুরাট
কলকাতা
বোম্বাই
চেন্নাই

5. নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি কে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়?

শর্করা
ফ্যাট
খনিজলবণ
NONE

6. একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘণ্টা এবং প্রতিকূলে 20 ঘণ্টা করে সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় 9 কিলোমিটার হলে, স্থানটির দূরত্ব কত ছিল ?

120 কিমি
৪০ কিমি
60 কিমি
240 কিমি

7. এক ব্যক্তি কোনও জিনিস বিক্রয় করে 10% লাভ করেন। যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত হবে ?

110%
100%
120%
80%

8. যদি কোনো মাসের তৃতীয় দিন মঙ্গলবার হয়, তবে ওই মাসের 25তম দিন কী বার হবে?

রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার

9. বার্ষিক পরীক্ষায় A 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং B পায় A এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, দ্বিতীয় স্থানাধিকারী B এর প্রাপ্ত নম্বর 630 হলে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল ?

1000
900
950
উপরের কোনটিই নয়

10. রসায়নবিদ্যার জনক কে?

প্রিস্টলে
জেমস ওয়াট
রবার্ট বয়েল
অ্যারিস্টটল

11. একটি পরীক্ষায় 100 জন ছাত্রের গড় নম্বর 30 । যদি পাস করা প্রতিটি ছাত্রের গড় নম্বর 35 এবং ফেল করা প্রতিটি ছাত্রের গড় নম্বর 10। তাহলে ঐ পরীক্ষায় পাস করা মোট ছাত্রের সংখ্যা কত ?

10
80
50
65

12. আয়নাতে ঘড়ির সময় দেখলে দেখায় 7:20। তাহলে প্রকৃত সময় কত?

8:40
6:40
5:40
4:40

13. পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভারতের জন্য বনভূমির পরিমাণ কত হওয়া উচিত ?

11.1 শতাংশ
33.3 শতাংশ
22.2 শতাংশ
কোনটিই নয়

14. একজন বিক্রেতা কোন একটি দ্রব্য বিক্রি করে 10% লোকসান হয় ।যদি দ্রব্যটির ক্রয় মূল্য 15 টাকা হয় তবে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল

13.50
12.5
14.5
কোনটি নয়

15. গন্ডারের প্রাকৃতিক আবাস ভারতে —

খাজিরাঙ্গা
গির বন
ভরতপুর
কোনোটিই নয়