WBP Constable Main GK Mock Test In Bengali Ep – 15

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 15 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ?

22জন
26 জন
23 জন
20 জন

2. সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরপ্রদেশ
হরিয়ানা
গুজরাট
ওড়িশায়

3. ম্যাঙ্গানিজ সর্বাধিক সঞ্চিত রয়েছে কোন রাজ্যে ?

কর্ণাটক
মহারাষ্ট্র
ঝাড়খণ্ড
ওড়িশা

4. ফ‍্যাট জাতীয় খাদ‍্যের উৎস কি ?

সোয়াবিন
বাদাম
গাজর
শসা

5. ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হলো ?

ইউহিপ্পাস
মেরিচিপ্পাস
ইক্যুয়াস
মেসোহিপ্পাস

6. কার আমলে বর্গী ও শিলাদার নামে অশ্বারোহী বাহিনী ছিল?

আকবর
শাহজাহান
শিবাজী
শেরশাহ

7. কলকাতায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

পুলিনবিহারি দাস
প্রমথনাথ মিত্র
স্বামী বিবেকানন্দ
বারিন্দ্রাকুমার ঘোষ

8. হাইড্রা কিসের সাহায্যে শ্বসন ঘটায় ?

দেহত্বক
মিউকাস পর্দা
দেহতল
অতিরিক্ত শ্বাসযন্ত্র

9. মিলার ও উরে তাঁদের পরীক্ষায় কি প্রস্তুত করতে সক্ষম হন ?

উৎসেচক
ভিটামিন
প্রোটিন
অ্যামাইনো অ্যাসিড

10. মেগাস্থিনিস রচিত গ্ৰন্থের নাম কি ?

অর্থশাস্ত্র
ইন্ডিকা
এলাহাবাদ প্রশস্তি
বুদ্ধচরিত

11. সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত ?

কলকাতা
নতুন দিল্লী
এলাহাবাদ
হায়দ্রাবাদ

12. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় ?

৩রা ডিসেম্বর
১২ই ফেব্রুয়ারি
৫ই ফেব্রুয়ারি
৪ঠা ফেব্রুয়ারি

13. কোন এক্সপ্রেস সর্বাধিক দূরত্ব অতিক্রম করে ?

শতাব্দী এক্সপ্রেস
রাজধানী এক্সপ্রেস
বিবেক এক্সপ্রেস
পিঙ্ক সিটি এক্সপ্রেস

14. ম‍্যাডোনা ছবিটি কে এঁকেছেন ?

রাফায়েল
মাইকেল এঞ্জেলো
পাবালো পিকাসো
লিওনার্দো দ‍্য ভিঞ্চি

15. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

1904
1906
1910
1915