ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | Questions and answers about nicknames in different cities of India

ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | AskMore.In

ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর।

প্রশ্ন : কাকে ‘ভারতের প্রবেশদ্বার’ বলা হয়?
উত্তর : মুম্বাই কে।


প্রশ্ন : ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ নামে কোন শহর পরিচিত?
উত্তর : আমেদাবাদ।


প্রশ্ন : কোন শহরকে ভারতের ‘বিজ্ঞান নগরী’ বলা হয়?
উত্তর : ব্যাঙ্গালোর কে।


প্রশ্ন : ভারতের কোন শহর ‘গোলাপী শহর’ নামে পরিচিত?
উত্তর : জয়পুর।


প্রশ্ন : কোন শহর ‘মূলধনের শহর’ নামে পরিচিত?
উত্তর : মুম্বাই।


প্রশ্ন : কোন শহরকে ভারতের ‘উদ্যান নগরী’ বলা হয়?
উত্তর : লখনৌকে।


প্রশ্ন : কোন শহর ‘মশলা শহর’ নামে পরিচিত?
উত্তর : কালিকট।


প্রশ্ন : কাকে ভারতের ‘খনিজ ভান্ডার’ বলা হয়?
উত্তর : ছোটোনাগপুর মালভূমিকে।


প্রশ্ন : কোন শহরকে ‘কমলালেবুর শহর’ বলা হয়?
উত্তর : নাগপুরকে।


প্রশ্ন : কোন শহর ‘সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া’ নামে পরিচিত?
উত্তর : ব্যাঙ্গালোর।


প্রশ্ন : কাকে ভারতের ‘ভূস্বর্গ’ বলা হয়?
উত্তর : কাশ্মীরকে।


প্রশ্ন : ভারতের সবচেয়ে বড় প্রতিবেশীর নাম কি?
উত্তর : চীন।


প্রশ্ন : ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশীর নাম কি?
উত্তর : মালদ্বীপ।


প্রশ্ন : কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে?
উত্তর : বাংলাদেশ।


প্রশ্ন : কোন দেশের সাথে ভারতের সবচেয়ে কম সীমানা রয়েছে?
উত্তর : আফগানিস্তান।


প্রশ্ন : কোন শহর ‘মিষ্টি শহর’ নামে পরিচিত?
উত্তর : মুজফফরপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘লিচুর শহর’ বলা হয়?
উত্তর : মুজফফরপুর।


প্রশ্ন : কোন শহর ‘সূর্য শহর’ নামে পরিচিত?
উত্তর : যোধপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘নীল শহর’ বলা হয়?
উত্তর : যোধপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘City of Joy’ বলা হয়?
উত্তর : কলকাতা।


প্রশ্ন : কোন শহর ‘প্রাসাদের শহর’ নামে পরিচিত?
উত্তর : কলকাতা।


প্রশ্ন : কোন শহরকে ‘প্রাচ্যের স্কটল্যান্ড’ বলা হয়?
উত্তর : শিলং।


প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘পাহাড়ের রানী’ বলা হয়?
উত্তর : দার্জিলিং।


প্রশ্ন : কোন শহরকে ‘ভারতের স্কটল্যান্ড’ বলা হয়?
উত্তর : কুর্গ।


প্রশ্ন : কোন শহর ‘বিশ্বের চামড়ার শহর’ নামে পরিচিত?
উত্তর : কানপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘ভারতের মন্দিরের শহর’ বলা হয়?
উত্তর : ভুবনেশ্বর।


প্রশ্ন : কোন শহরকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হয়?
উত্তর : নবদ্বীপ।


প্রশ্ন : কোন শহর ‘ভারতের ডায়মন্ড সিটি’ নামে পরিচিত?
উত্তর : সুরাট।


প্রশ্ন : কোন শহরকে ‘রূপোর নগরী’ বলা হয়?
উত্তর : কটক।


প্রশ্ন : কোন শহর ‘হ্রদের শহর’ নামে পরিচিত?
উত্তর : উদয়পুর।


প্রশ্ন : কোন শহর ‘নবাবদের শহর’ নামে পরিচিত?
উত্তর : লখনউ।


প্রশ্ন : কোন শহরকে ‘ভারতের পিটসবার্গ’ বলা হয়?
উত্তর : জামশেদপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘ভারতের ইস্পাত শহর’ বলা হয়?
উত্তর : জামশেদপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘কলার শহর’ বলা হয়?
উত্তর : জলগাঁও।


প্রশ্ন : কোন শহরকে ‘আরব সাগরের রানী’ বলা হয়?
উত্তর : কোচি।


প্রশ্ন : কোন শহরকে ‘ডুয়ার্সের প্রবেশদ্বার’ বলা হয়?
উত্তর : শিলিগুড়ি।


প্রশ্ন : কোন শহর ‘দাক্ষিণাত্যের রানী’ নামে পরিচিত?
উত্তর : পুনে।


প্রশ্ন : ভারতের কোন শহরকে ‘প্রাচ্যের রোম’ বলা হয়?
উত্তর : ম্যাঙ্গালোর।


প্রশ্ন : ভারতের কোন শহরকে ‘পূর্বের গোয়া’ বলা হয়?

উত্তর : বিশাখাপত্তনম।


প্রশ্ন : কোন শহরকে ‘দক্ষিণের প্রবেশদ্বার’ বলা হয়?
উত্তর : চেন্নাই।


প্রশ্ন : কোন শহরকে ‘দক্ষিণ ভারতের ম্যানচেস্টার’ বলা হয়?
উত্তর : কয়েম্বাটুর।


প্রশ্ন : কোন শহরকে ‘সোনালী শহর’ বলা হয়?
উত্তর : অমৃতসর।


প্রশ্ন : কোন শহরকে ‘ভারতের প্যারিস’ বলা হয়?
উত্তর : জয়পুর।


প্রশ্ন : কোন শহরকে ‘চন্দন কাঠের শহর’ বলা হয়?
উত্তর : মহীশূর।


প্রশ্ন : কোন শহরকে ‘মুক্তোর শহর’ বলা হয়?
উত্তর : হায়দ্রাবাদ।


প্রশ্ন : কোন শহরকে ‘ধানক্ষেতের শহর’ বলা হয়?
উত্তর : তিরুনেলভেলি।


প্রশ্ন : কোন শহর ‘কমলা শহর’ নামে পরিচিত?
উত্তর : নাগপুর।


প্রশ্ন : কোন শহরকে ‘প্রাচ্যের এথেন্স’ বলা হয়?
উত্তর : মাদুরাই।


প্রশ্ন : কোন শহরকে ‘উৎসবের শহর’ বলা হয়?
উত্তর : মাদুরাই।


প্রশ্ন : কোন শহরকে ‘কালো হীরের দেশ’ বলা হয়?
উত্তর : আসানসোল।


প্রশ্ন : কোন শহরকে ‘ভারতের স্বর্ণ রাজধানী’ বলা হয়?
উত্তর : ত্রিশুর।


প্রশ্ন : কোন দুটি শহরকে ‘যমজ শহর’ বলা হয়?
উত্তর : হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ


প্রশ্ন : কোন শহর ‘ভারতের আর্থিক রাজধানী’ নামে পরিচিত?
উত্তর : মুম্বাই।


প্রশ্ন : ‘সপ্তদ্বীপের শহর’ কোন শহরকে বলা হয়?

উত্তর : মুম্বাই।


প্রশ্ন : কোন শহরকে ‘প্রাচ্যের প্যারিস’ বলা হয়?

উত্তর : পন্ডিচেরি।