রাষ্ট্রসঙ্ঘ এর বিষয়ে কুইজ টেস্ট - 4 | Quiz Test On UNO (United Nations of Organisations)

1. সার্ক (SAARC) কত সালে গঠিত হয়েছিল ?

১৯৭৮ সালে
১৯৮৫ সালে
১৯৪৮ সালে
১৯৬০ সালে

2. বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত ?

১৮৯
১৯০
১৯৯
১৯৩

3. উন্নয়নশীল দেশের শিশুদের জীবন যাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কোন সংস্থা অর্থ দান করে ?

UNICEF
UNDP
UNFPA
UNESCO

4. বিশ্ব ব্যাংক এর আরেক নাম কি ?

IMF
IFC
IFB
IBRD

5. রেডক্রস দিবস কবে পালিত হয় ?

৮ ই মে
৮ ই জুন
১২ই জুলাই
১৬ মার্চ

6. ২০২১ সালে ৩৩ তম APEC Summit কোথায় অনুষ্ঠিত হবে ?

নিউজিল্যান্ড
তিউনেশিয়া
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া

7. INTERPOL (1923) এর সদর দপ্তর কোথায় ?

জেনেভা
নিউইয়র্ক
ভিয়েনা
কোনোটিই না।

8. নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সাথে জড়িত নয় ?

IMF
WMO
OPEC
ILO