ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 1

1. গণপরিষদের স্থায়ী ও অস্থায়ী সভাপতি :-

গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডঃ সচিদানন্দ সিনহা। পরবর্তীকালে ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন।

2. 1949 সালের 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ভারতের সংবিধান রচনা করতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন।

3. পরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1950 সালের 24 জানুয়ারি এবং 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়।

4. হলো সংবিধানের ভূমিকা এবং মুখ বন্ধ, স্থাপনা কিন্তু কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়।

5. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি প্রণীত হয়েছে।

6. ভারতের নাগরিকতা:-

ভারতের নাগরিকতা সম্পর্কে ব্যবস্থাদি সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের 5 থেকে 11 ধারায় মধ্যে বিস্তারিত উল্লেখ আছে। 5 ধরনের স্বাভাবিক নাগরিকতা হয় যথা, 

1. জন্মসূত্রে নাগরিক - ভারতের জন্মগ্রহণকারী শিশুর পিতা বা মাতা কেউ ভারতীয় হলেই সে শিশু নাগরিক হতে পারবে।

2. 1950 সালের 26 জানুয়ারির পর এই ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের পিতা ভারতের নাগরিক হলে তারা রক্ত সম্পর্কে ভারতীয় নাগরিক।

3. রেজিষ্ট্রিকরণ মাধ্যমে নাগরিকতা অর্জন। এর জন্য পাঁচ বছর ভারতের নিউ নিরবিচ্ছিন্নভাবে বাস করতে হবে।

4. দেশীয় করণের মাধ্যমে নাগরিকতা অর্জন।

5. ভারত ভক্তির মাধ্যমে নাগরিকতা।

7. ভারতীয় নাগরিকতা অবসান:-

1. কোন ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিক তা গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকতা অবসান ঘটবে।

2. যুদ্ধের সময় ছাড়া অন্য সময় যেকোনো নাগরিকতা নাগরিকত্ব পরিহার করতে পারে।

3. দেশীয় করণ, রেজিষ্ট্রিকরণ এর মাধ্যমে নাগরিক বা দু বছর বিদেশে কারাদণ্ড ভোগ করলে, সাত বছর বিনা কারণে দেশের বাইরে থাকলে।

8. মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ:

সংবিধানের তৃতীয় অধ্যায় এ 12-35 ধারার মধ্যে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। 1978 সালের 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়ায় বর্তমানে 6 টি মৌলিক অধিকার আছে। এগুলি হল -

1. সাম্যের অধিকার (14 - 18 নম্বর ধারা) ।

2. স্বাধীনতার অধিকার (19 - 22 নম্বর ধারা)।

3. শোষণের বিরুদ্ধে অধিকার (23 ও 24 নম্বর ধারা)।

4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (25 - 28 নম্বর ধারা)।

5. শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার (29 ও 30 নম্বর ধারা)।

6. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার (32, 35 নম্বর ধারা)।

9. সংবিধানের 42 তম সংশোধনের (1976) মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে, 2002 সালের 86 তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51(A) ধারায় আরও 1 টি মৌলিক কর্তব্য যোগ হওয়ায় বর্তমানে 11 টি মৌলিক কর্তব্য রয়েছে।

10. মৌলিক অধিকার গুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। মৌলিক কর্তব্য গুলি নির্দেশ মূলক নীতির মতো নাগরিকদের প্রতি সংবিধানের সাধারণ নির্দেশ মাত্র।