খেলাধুলা সম্পর্কিত জি কে কুইজ অ্যালবাম পর্ব - ২ | Sports And Games GK Quiz Album Part - 2

1. কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকার এর মত হয় ?

পোলো
ওয়াটার পোলো
রাগবি
উপরের কোনোটিই নয়

2. নিম্নলিখিত কোন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় টেস্ট ম্যাচে দুটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ?

গ্রাহাম পোলক
কেপলার ওয়েসেলস
এডি বর্লো
যসু প্যাটেল

3. ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

মুম্বাই
বেঙ্গালুরু
চেন্নাই
চন্ডিগড়

4. ওয়াটার পোলো তে উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে ?

১১ জন
৯ জন
৭ জন
১৪ জন

5. নিম্নলিখিত মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম ?

ইডেন গার্ডেন
গ্রীন পার্ক
ওয়াংখেড়ে স্টেডিয়াম
ফিরোজ শাহ কোটলা

6. ডুরান্ড কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত ?

বেসবল
হকি
ফুটবল
বাস্কেটবল

7. 'Pivot' শব্দটির সঙ্গে জড়িত -

জুডো
সুমো কুস্তি
সাঁতার
গলফ

8. একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছেন !

মারিও জাগালো
ভিভ রিচার্ডস
ওলেগ সালেনকো
বেকেনবাওয়ার

9. এশিয়া মহাদেশের প্রথম অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?

1952 সালে
1964 সালে
1968 সালে
1956 সালে

10. ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ?

মনসুর আলী খান পতৌদি
পঙ্কজ রায়
রঞ্জিত সিং জি
লালা অমরনাথ

11. কেরাম খেলতে কতগুলি গুটি লাগে ?

15
16
19
18

12. ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি ?

ক্যালকাটা ডালহৌসি ক্লাব
মোহনবাগান ক্লাব
মোহামেডান ক্লাব
ইস্টবেঙ্গল ক্লাব

13. যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান -

শান্তি মল্লিক
কুন্তলা চৌধুরী
রেবা ঘোষ দস্তিদার
এদের মধ্যে কেউই নন

14. মইনুল হক স্টেডিয়াম ভারতের যে স্থানে অবস্থিত -

কানপুর
পাটনা
হায়দ্রাবাদ
মুম্বাই

15. উবের ট্রফি নিম্নলিখিত যে খেলাটি ক্ষেত্রে প্রদান করা হয় -

টেনিস
ক্রিকেট
ব্যাডমিন্টন
দাবা