SSC GD, MTS, CHSL, Online Quiz in Bengali (2021) Part - 8

আসন্ন এসএসসি পরীক্ষায় প্রস্তুতি কেমন হয়েছে তারজন্য মক টেস্ট দেওয়া হয়েছে, এই মক টেস্ট গুলি খুব যত্ন সহকারে করা হয়েছে। তোমরা দেখো এই মক টেস্ট গুলি দিয়ে কত স্কোর করতে পারছো।

1. "দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স" -এর রচয়িতা কে ?

বিনায়ক দামোদর সাভারকর
রমেশচন্দ্র দত্ত
দাদাভাই নৌরজী
কোনটিই নয়

2. D, F, H, J, ?

N
K
L
M

3. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?

কাস্পিয়ান সাগর
সুপিরিয়র লেক
ভিক্টরিয়া
বৈকাল হ্রদ

4. আপতকালীন হরমোন বলা হয় ?

থাইরক্সিনকে
ইনসুলিনকে
অ্যাড্রেনালিনকে
কোনটিই নয়

5. ডোভার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

মালয়েশিয়া এবং সুমাত্রা
ইংল্যান্ড ও ফ্রান্স
জাপান ও কোরিয়া
তাইওয়ান ও চীন

6. "Fall of a Sparrow" বইটি কে লিখেছিলেন ?

রবিন্দ্র নাথ ঠাকুর
গোপাল ভট্টাচার্য
সালিম আলী
কেউই নয়

7. 7 : 49 :: 17 : ?

288
7
49
119

8. কার্পাস শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায় ?

পাণিনি
পতঞ্জলি
কণাদ
মনু

9. ATP হল-?

প্লাস্টিক মানি
এনার্জি কারেন্সি
ছত্রাক
কোনোটিই নয়

10. আলোক বর্ষ হল-

ভরের একক
সময়ের একক
দূরত্বের একক
ওজনের একক

11. নেপালের প্রধান নদী হল-

কালিগণ্ডক
ব্রহ্মপুত্র
সিন্ধু
কোনটিই নয়

12. ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত ?

৫১ সেকেন্ড
৫২ সেকেন্ড
৫০ সেকেন্ড
কোনটিই নয়

13. চিপকো আন্দোলন কোথায় শুরু হয় ?

উত্তরপ্রদেশ
ঝাড়খণ্ড
মহারাষ্ট্র
আসাম

14. ডান্ডিয়া নাচ কোন রাজ্যের লোকনৃত্য?

গুজরাট
কেরালা
কোনটিই নয়
কর্ণাটক

15. The Dark Room গ্ৰন্থটি কার লেখা ?

রবীন্দ্রনাথ ঠাকুর
আর কে নারায়ণ
হরিশ বন্দ্যোপাধ্যায়
কেউই নন

16. ইউরোপীয় কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ঘোড়া দৌড়
পোলো
ব্যাডমিন্টন
কোনটিই নয়

17. তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে ?

চারটি
পাঁচটি
ছটি
সাতটি

18. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন ?

লক্ষণ সেন
শশাঙ্ক
বিজয় সেন
কোনোটিই নয়

19. উল্লেখযোগ্য তৃণভূমি মাঞ্চুরিয়ান কোন দেশে অবস্থিত ?

নিউজিল্যান্ড
উত্তর আমেরিকা
রাশিয়া
দক্ষিণ আমেরিকা

20. কত সালে মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয় ?

১৬৮৫ সালে
১৮২২ সালে
১৮৮২ সালে
১৯২২ সালে