WBP Constable 2021 Practice Set No.6 with Answer Sheet in Bengali PDF Download

WBP Constable 2021 Practice Set No.6 with Answer Sheet in Bengali PDF Download
WBP Constable 2021 Practice Set No.6 with Answer Sheet in Bengali PDF Download

West Bengal Police Constable Practice Set

1: ‘দ্য লাস্ট সাপার’ চিত্রটি কার আঁকা ?

[A] ভ্যান গগ
[B] লিওনার্দো দা ভিঞ্চি
[C] রাফেল
[D] মাইকেল এঞ্জেলো

সঠিক উত্তর : [B] লিওনার্দো দা ভিঞ্চি

2 : ঝুম হলো –

[A] একটি লোকনৃত্য
[B] একটি উপজাতি
[C] একটি নদীর নাম
[D] একটি চাষের পদ্ধতি

সঠিক উত্তর : [D] একটি চাষের পদ্ধতি


3 : সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন?

[A] নর্মদা বাঁচাও আন্দোলন
[B] সাইলেন্ট ভ্যালি আন্দোলন
[C] চিপকো আন্দোলন
[D] অ্যাপিকো আন্দোলন

সঠিক উত্তর : [C] চিপকো আন্দোলন

4 : CNG অর্থ হলো –

[A] কন্ডাক্টটেড ন্যাচারাল গ্যাস
[B] কন্ডিউসড ন্যাচারাল গ্যাস
[C] কম্প্রেড ন্যাচারাল গ্যাস
[D] কনভার্টেড ন্যাচারাল গ্যাস

সঠিক উত্তর : [C] কম্প্রেড ন্যাচারাল গ্যাস

5 : রামসার সাইট কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত ?

[A] বনভূমি
[B] জলাভূমি
[C] উপত্যকা
[D] তৃণভূমি

সঠিক উত্তর : [B] জলাভূমি

6 : সুন্দরবনকে ‘Would Heritage Site আখ্যা দেওয়ার কারণ হলো –

[A] Tibal Bores
[B] চিংড়ি চাষ
[C] ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য
[D] ব্যাঘ্র সংরক্ষণ

সঠিক উত্তর : [C] ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য

7 : যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?

[A] লোকাযুক্ত
[B] নীতি আয়োগ
[C] অর্থ কমিশন
[D] লোকপাল

সঠিক উত্তর : [B] নীতি আয়োগ

8 : সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে?

[A] – শ্রী নারায়ণ গুরু
[B] রাজা রামমোহন রায়
[C] জ্যোতিবা ফুলে
[D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তর : [C] জ্যোতিবা ফুলে


9 : নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান –

[A] উপরাষ্ট্রপতি
[B] ভারতের প্রধান বিচারপতি
[C] প্রাক্তন রাষ্ট্রপতি
[D] মুখ্য নির্বাচন কমিশনার

সঠিক উত্তর : [B] ভারতের প্রধান বিচারপতি

10 : ক্লোরেল্লা হল একপ্রকার-

[A] পরজীবী
[B] ছত্রাক
[C] মিথোজীবী
[D] শৈবাল

সঠিক উত্তর : [D] শৈবাল

11 : বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ‘বন্দেমাতারাম’ গানটি রয়েছে ?

[A] আনন্দমঠ
[B] কৃষ্ণকান্তের উইল
[C] বিষবৃক্ষ
[D] সীতারাম

সঠিক উত্তর : [A] আনন্দমঠ

12 : নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়?

[A] সুন্দরবন
[B] চাপড়ামারি
[C] গরুমারা
[D] মানস

সঠিক উত্তর : [D] মানস

13 : অতিপরিবাহী পদার্থের রোধের মান কত ?

[A] 1 ওহম
[B] উপরের কোনোটিই নয়
[C] অসীম
[D] 0

সঠিক উত্তর : [D] 0

14 : বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন –

[A] রাজবিহারী বোস
[B] যদি ঘোষ
[C] বিনয় কুমার বোস
[D] প্রফুল্ল চাকী

সঠিক উত্তর : [D] প্রফুল্ল চাকী

15 : কলহন রচিত গ্রন্থটির নাম কি ?

[A] কথামৃত
[B] রাম চরিত্র মানুষ
[C] কোনটাই নয়
[D] রাজ তরঙ্গিনী

সঠিক উত্তর : [D] রাজ তরঙ্গিনী

16 : ঘূর্ণিঝড় তৈকতে নামকরণ করেছে নিম্নের কোন দেশ?

[A] সিঙ্গাপুর
[B] মায়ানমার
[C] শ্রীলংকা
[D] বাংলাদেশ

সঠিক উত্তর : [B] মায়ানমার

17 : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কোন দেশ নামকরণ করেছে?

[A] ওমান
[B] মায়ানমার
[C] শ্রীলঙ্কা
[D] পাকিস্তান

সঠিক উত্তর : [A] ওমান

18 : গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো –

[A] গ্রামীণ ব্যাংক
[B] কৃষি ঋণ সংস্থা
[C] প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
[D] গ্রামীণ কৃষি ঋণ সংস্থা

সঠিক উত্তর : [C] প্রাথমিক কৃষি ঋণ সংস্থা

19 : মানব দেহের কোষে থাকে –

[A] কোনোটিই নয়
[B] 48 টি ক্রোমোজোম
[C] 44 টি ক্রোমোজোম
[D] 46 টি ক্রোমোজোম

সঠিক উত্তর : [D] 46 টি ক্রোমোজোম

20 : ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের উর্ধ্বসীমা কত? ]

[A] 58 বছর
[B] 60 বছর
[C] 62 বছর
[D] কোনো উর্ধ্বসীমা নেই

সঠিক উত্তর : [D] কোনো উর্ধ্বসীমা নেই

21 : স্নেহ পদার্থের ক্যালরি মূল্য কত?

[A] 9.3 ক্যালোরি
[B] 4.1 ক্যালোরি
[C] 7.3 ক্যালোরি
[D] 4.5 ক্যালোরি

সঠিক উত্তর : [A] 9.3 ক্যালোরি

22 : ওয়াশিং সোডার রাসায়নিক নাম হল –

[A] অ্যামোনিয়াম ক্লোরাইড
[B] সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট
[C] ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
[D] সোডিয়াম কার্বনেট

সঠিক উত্তর : [D] সোডিয়াম কার্বনেট


23 : তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল-

[A] 2014
[B] 2013
[C] 2012
[D] 2011

সঠিক উত্তর : [A] 2014

24 : ‘থমাস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] ব্যাডমিন্টন
[B] বিলিয়ার্ড
[C] টেবিল টেনিস
[D] লন টেনিস

সঠিক উত্তর : [A] ব্যাডমিন্টন

25 : Claire Polosak ( ক্লারি পোলোসাক) যিনি পুরুষের ODI তে প্রথম মহিলা আম্পায়ার তিনি কোন দেশের ?

[A] নিউজিল্যান্ড
[B] ওয়েস্ট ইন্ডিজ
[C] দক্ষিণ আফ্রিকা
[D] অস্ট্রেলিয়া

সঠিক উত্তর : [D] অস্ট্রেলিয়া

26 : একটি রকেট উপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে ?

[A] পৃথিবীর ভূত্বক
[B] মাধ্যাকর্ষণ শক্তি
[C] তেলের নিম্নবর্তী উদিগরন
[D] গ্যাসের নিম্নবর্তী উদিগরণ

সঠিক উত্তর : [D] গ্যাসের নিম্নবর্তী উদিগরণ


27 : ‘নীললোহিত’ কার একটি ছদ্মনাম ?

[A] নারায়ণ গঙ্গোপাধ্যায়
[B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[C] সুনীল গঙ্গোপাধ্যায়
[D] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর : [C] সুনীল গঙ্গোপাধ্যায়


28 : কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল –

[A] আমেরিকান সংসদ থেকে
[B] উত্তর আমেরিকার ইতিহাস থেকে
[C] আইরিশ ইতিহাস থেকে
[D] ব্রিটিশ কমনওয়েলথ থেকে

সঠিক উত্তর : [B] উত্তর আমেরিকার ইতিহাস থেকে

29 : মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?

[A] সমাজসেবা
[B] উচ্চাঙ্গ সঙ্গীত
[C] খেলা
[D] ধ্রুপদী নৃত্য

সঠিক উত্তর : [D] ধ্রুপদী নৃত্য


30 : পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে ?

[A] বাংলাদেশ
[B] ভুটান
[C] নেপাল
[D] আফগানিস্তান

সঠিক উত্তর : [C] নেপাল

 31 : ‘MUDRA’ সম্পূর্ণরূপ হল –

[A] Micro Unique Development & Refinance Assembly
[B] Medium Units Develpment &Refinance Association
[C] Micro Units Develoment & Refinance Agency
[D] Micro Units Department & Refinance Agency

সঠিক উত্তর : [C] Micro Units Develoment & Refinance Agency

32 : ICICI কিসের নাম ?

[A] অর্থনৈতিক প্রতিষ্ঠান
[B] কর্পোরেশন
[C] ব্যুরো
[D] কেমিক্যাল শিল্প

সঠিক উত্তর : [A] অর্থনৈতিক প্রতিষ্ঠান


33 : ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হল?

[A] অক্সিজেন
[B] কোনোটিই নয়
[C] ক্লোরিন
[D] হাইড্রোজেন

সঠিক উত্তর : [D] হাইড্রোজেন

34 : ‘দেনাপাওনা’ কার লেখা ছোটগল্প ?

[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[B] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর : [C] রবীন্দ্রনাথ ঠাকুর

35 : মানব দেহের কোন অংশে টিবিয়া নামক হারটি থাকে?

[A] হাত
[B] কান
[C] পা
[D] মাথার খুলি

সঠিক উত্তর : [C] পা

36 : কোন মোগল সম্রাট ‘ঝরোখা দর্শন’ প্রথার প্রবর্তন করেন?

[A] আকবর
[B] বাবর
[C] হুমায়ুন
[D] জাহাঙ্গীর

সঠিক উত্তর : [A] আকবর


37 : নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?

[A] কুশান
[B] গুপ্ত
[C] মৌর্য
[D] বর্ধন

সঠিক উত্তর : [C] মৌর্য

38 : চীনের জাতীয় মুদ্রার নাম কি?

[A] ডলার
[B] ইয়ান
[C] রুবেল
[D] দিনার

সঠিক উত্তর : [B] ইয়ান

39 : রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হল –

[A] নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা
[B] নিম্ন আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা
[C] উচ্চ আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা
[D] উচ্চ আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা

সঠিক উত্তর : [A] নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা

40 : 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল –

[A] কংগ্রেস মনে করেছিল ভারতের সব্রাজ্ পাওয়ার যোগ্য
[B] কমিশনের কোন ভারতীয় সদস্য ছিল না
[C] সদস্যদের মধ্যে মতান্তর আন্দোলন
[D] এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল

সঠিক উত্তর : [B] কমিশনের কোন ভারতীয় সদস্য ছিল না


41 : বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?

[A] ময়ূরাক্ষী নদীকে
[B] দামোদর নদীকে
[C] অজয় নদকে
[D] কোশি নদীকে

সঠিক উত্তর : [D] কোশি নদীকে

42 : “রিবাউন্ড” শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

[A] বাস্কেটবল
[B] বেসবল
[C] ব্যাডমিন্টন
[D] সাইক্লিং

সঠিক উত্তর : [A] বাস্কেটবল

43 : লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন ?

[A] মুখ্য সচিব
[B] রাষ্ট্রপতি
[C] উপরাষ্ট্রপতি
[D] উপাদক্ষ

সঠিক উত্তর : [D] উপাদক্ষ

44 : ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ?

[A] রাশিয়া
[B] অস্ট্রেলিয়া
[C] আফ্রিকা
[D] ব্রাজিল

সঠিক উত্তর : [C] আফ্রিকা


45 : আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

[A] সারোদ
[B] সেতার
[C] বিনা
[D] বেহালা

সঠিক উত্তর : [A] সারোদ

46 : এবছর (2021) অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবির নাম কি?

[A] মুনলাইট
[B] দা ফাদার
[C] নোমাডল্যান্ড
[D] প্যারাসাইট

সঠিক উত্তর : [C] নোমাডল্যান্ড

47 : MODVAT হল-

[A] বিক্রয়কর
[B] আবগারিশুল্ক
[C] আয়কর
[D] কোনোটিইনয়

সঠিক উত্তর : [B] আবগারিশুল্ক

48 : তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয় ?

[A] পিতল
[B] ব্রোঞ্জ
[C] জার্মান সিলভার
[D] রাং ঝাল

সঠিক উত্তর : [B] ব্রোঞ্জ

49 : পলাশীর যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল তারা হল

[A] বাংলা নবাব এবং ফরাসিদের মধ্যে
[B] মুঘল এবং ইংরেজদের মধ্যে
[C] সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
[D] ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীরজাফর এর মধ্যে

সঠিক উত্তর : [C] সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির

50 : সিন্ধু সভ্যতা লোকেদের মূল জীবিকা কি ছিল ?

[A] ব্যবসা
[B] পশুপালন 

[C] শিকার

[D] কৃষিকাজ

সঠিক উত্তর :[D] কৃষিকাজ