WBP Constable 2021 Practice Set No.6 with Answer Sheet in Bengali PDF Download
West Bengal Police Constable Practice Set
1: ‘দ্য লাস্ট সাপার’ চিত্রটি কার আঁকা ?
[A] ভ্যান গগ
[B] লিওনার্দো দা ভিঞ্চি
[C] রাফেল
[D] মাইকেল এঞ্জেলো
2 : ঝুম হলো –
[A] একটি লোকনৃত্য
[B] একটি উপজাতি
[C] একটি নদীর নাম
[D] একটি চাষের পদ্ধতি
সঠিক উত্তর : [D] একটি চাষের পদ্ধতি
3 : সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন?
[A] নর্মদা বাঁচাও আন্দোলন
[B] সাইলেন্ট ভ্যালি আন্দোলন
[C] চিপকো আন্দোলন
[D] অ্যাপিকো আন্দোলন
4 : CNG অর্থ হলো –
[A] কন্ডাক্টটেড ন্যাচারাল গ্যাস
[B] কন্ডিউসড ন্যাচারাল গ্যাস
[C] কম্প্রেড ন্যাচারাল গ্যাস
[D] কনভার্টেড ন্যাচারাল গ্যাস
5 : রামসার সাইট কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত ?
[A] বনভূমি
[B] জলাভূমি
[C] উপত্যকা
[D] তৃণভূমি
6 : সুন্দরবনকে ‘Would Heritage Site আখ্যা দেওয়ার কারণ হলো –
[A] Tibal Bores
[B] চিংড়ি চাষ
[C] ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য
[D] ব্যাঘ্র সংরক্ষণ
7 : যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
[A] লোকাযুক্ত
[B] নীতি আয়োগ
[C] অর্থ কমিশন
[D] লোকপাল
8 : সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে?
[A] – শ্রী নারায়ণ গুরু
[B] রাজা রামমোহন রায়
[C] জ্যোতিবা ফুলে
[D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর : [C] জ্যোতিবা ফুলে
9 : নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান –
[A] উপরাষ্ট্রপতি
[B] ভারতের প্রধান বিচারপতি
[C] প্রাক্তন রাষ্ট্রপতি
[D] মুখ্য নির্বাচন কমিশনার
10 : ক্লোরেল্লা হল একপ্রকার-
[A] পরজীবী
[B] ছত্রাক
[C] মিথোজীবী
[D] শৈবাল
11 : বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ‘বন্দেমাতারাম’ গানটি রয়েছে ?
[A] আনন্দমঠ
[B] কৃষ্ণকান্তের উইল
[C] বিষবৃক্ষ
[D] সীতারাম
12 : নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়?
[A] সুন্দরবন
[B] চাপড়ামারি
[C] গরুমারা
[D] মানস
13 : অতিপরিবাহী পদার্থের রোধের মান কত ?
[A] 1 ওহম
[B] উপরের কোনোটিই নয়
[C] অসীম
[D] 0
14 : বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন –
[A] রাজবিহারী বোস
[B] যদি ঘোষ
[C] বিনয় কুমার বোস
[D] প্রফুল্ল চাকী
15 : কলহন রচিত গ্রন্থটির নাম কি ?
[A] কথামৃত
[B] রাম চরিত্র মানুষ
[C] কোনটাই নয়
[D] রাজ তরঙ্গিনী
16 : ঘূর্ণিঝড় তৈকতে নামকরণ করেছে নিম্নের কোন দেশ?
[A] সিঙ্গাপুর
[B] মায়ানমার
[C] শ্রীলংকা
[D] বাংলাদেশ
17 : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কোন দেশ নামকরণ করেছে?
[A] ওমান
[B] মায়ানমার
[C] শ্রীলঙ্কা
[D] পাকিস্তান
18 : গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো –
[A] গ্রামীণ ব্যাংক
[B] কৃষি ঋণ সংস্থা
[C] প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
[D] গ্রামীণ কৃষি ঋণ সংস্থা
19 : মানব দেহের কোষে থাকে –
[A] কোনোটিই নয়
[B] 48 টি ক্রোমোজোম
[C] 44 টি ক্রোমোজোম
[D] 46 টি ক্রোমোজোম
20 : ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের উর্ধ্বসীমা কত? ]
[A] 58 বছর
[B] 60 বছর
[C] 62 বছর
[D] কোনো উর্ধ্বসীমা নেই
21 : স্নেহ পদার্থের ক্যালরি মূল্য কত?
[A] 9.3 ক্যালোরি
[B] 4.1 ক্যালোরি
[C] 7.3 ক্যালোরি
[D] 4.5 ক্যালোরি
22 : ওয়াশিং সোডার রাসায়নিক নাম হল –
[A] অ্যামোনিয়াম ক্লোরাইড
[B] সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট
[C] ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
[D] সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর : [D] সোডিয়াম কার্বনেট
23 : তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল-
[A] 2014
[B] 2013
[C] 2012
[D] 2011
24 : ‘থমাস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] ব্যাডমিন্টন
[B] বিলিয়ার্ড
[C] টেবিল টেনিস
[D] লন টেনিস
25 : Claire Polosak ( ক্লারি পোলোসাক) যিনি পুরুষের ODI তে প্রথম মহিলা আম্পায়ার তিনি কোন দেশের ?
[A] নিউজিল্যান্ড
[B] ওয়েস্ট ইন্ডিজ
[C] দক্ষিণ আফ্রিকা
[D] অস্ট্রেলিয়া
26 : একটি রকেট উপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে ?
[A] পৃথিবীর ভূত্বক
[B] মাধ্যাকর্ষণ শক্তি
[C] তেলের নিম্নবর্তী উদিগরন
[D] গ্যাসের নিম্নবর্তী উদিগরণ
সঠিক উত্তর : [D] গ্যাসের নিম্নবর্তী উদিগরণ
27 : ‘নীললোহিত’ কার একটি ছদ্মনাম ?
[A] নারায়ণ গঙ্গোপাধ্যায়
[B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[C] সুনীল গঙ্গোপাধ্যায়
[D] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর : [C] সুনীল গঙ্গোপাধ্যায়
28 : কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল –
[A] আমেরিকান সংসদ থেকে
[B] উত্তর আমেরিকার ইতিহাস থেকে
[C] আইরিশ ইতিহাস থেকে
[D] ব্রিটিশ কমনওয়েলথ থেকে
29 : মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
[A] সমাজসেবা
[B] উচ্চাঙ্গ সঙ্গীত
[C] খেলা
[D] ধ্রুপদী নৃত্য
30 : পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে ?
[A] বাংলাদেশ
[B] ভুটান
[C] নেপাল
[D] আফগানিস্তান
31 : ‘MUDRA’ সম্পূর্ণরূপ হল –
[A] Micro Unique Development & Refinance Assembly
[B] Medium Units Develpment &Refinance Association
[C] Micro Units Develoment & Refinance Agency
[D] Micro Units Department & Refinance Agency
32 : ICICI কিসের নাম ?
[A] অর্থনৈতিক প্রতিষ্ঠান
[B] কর্পোরেশন
[C] ব্যুরো
[D] কেমিক্যাল শিল্প
সঠিক উত্তর : [A] অর্থনৈতিক প্রতিষ্ঠান
33 : ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হল?
[A] অক্সিজেন
[B] কোনোটিই নয়
[C] ক্লোরিন
[D] হাইড্রোজেন
34 : ‘দেনাপাওনা’ কার লেখা ছোটগল্প ?
[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[B] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
35 : মানব দেহের কোন অংশে টিবিয়া নামক হারটি থাকে?
[A] হাত
[B] কান
[C] পা
[D] মাথার খুলি
36 : কোন মোগল সম্রাট ‘ঝরোখা দর্শন’ প্রথার প্রবর্তন করেন?
[A] আকবর
[B] বাবর
[C] হুমায়ুন
[D] জাহাঙ্গীর
সঠিক উত্তর : [A] আকবর
37 : নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?
[A] কুশান
[B] গুপ্ত
[C] মৌর্য
[D] বর্ধন
38 : চীনের জাতীয় মুদ্রার নাম কি?
[A] ডলার
[B] ইয়ান
[C] রুবেল
[D] দিনার
39 : রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হল –
[A] নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা
[B] নিম্ন আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা
[C] উচ্চ আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা
[D] উচ্চ আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা
40 : 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল –
[A] কংগ্রেস মনে করেছিল ভারতের সব্রাজ্ পাওয়ার যোগ্য
[B] কমিশনের কোন ভারতীয় সদস্য ছিল না
[C] সদস্যদের মধ্যে মতান্তর আন্দোলন
[D] এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল
সঠিক উত্তর : [B] কমিশনের কোন ভারতীয় সদস্য ছিল না
41 : বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?
[A] ময়ূরাক্ষী নদীকে
[B] দামোদর নদীকে
[C] অজয় নদকে
[D] কোশি নদীকে
42 : “রিবাউন্ড” শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
[A] বাস্কেটবল
[B] বেসবল
[C] ব্যাডমিন্টন
[D] সাইক্লিং
43 : লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন ?
[A] মুখ্য সচিব
[B] রাষ্ট্রপতি
[C] উপরাষ্ট্রপতি
[D] উপাদক্ষ
44 : ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ?
[A] রাশিয়া
[B] অস্ট্রেলিয়া
[C] আফ্রিকা
[D] ব্রাজিল
সঠিক উত্তর : [C] আফ্রিকা
45 : আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
[A] সারোদ
[B] সেতার
[C] বিনা
[D] বেহালা
46 : এবছর (2021) অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবির নাম কি?
[A] মুনলাইট
[B] দা ফাদার
[C] নোমাডল্যান্ড
[D] প্যারাসাইট
47 : MODVAT হল-
[A] বিক্রয়কর
[B] আবগারিশুল্ক
[C] আয়কর
[D] কোনোটিইনয়
সঠিক উত্তর : [B] আবগারিশুল্ক
48 : তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয় ?
[A] পিতল
[B] ব্রোঞ্জ
[C] জার্মান সিলভার
[D] রাং ঝাল
49 : পলাশীর যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল তারা হল
[A] বাংলা নবাব এবং ফরাসিদের মধ্যে
[B] মুঘল এবং ইংরেজদের মধ্যে
[C] সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
[D] ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীরজাফর এর মধ্যে
50 : সিন্ধু সভ্যতা লোকেদের মূল জীবিকা কি ছিল ?
[A] ব্যবসা
[B] পশুপালন
[C] শিকার
[D] কৃষিকাজ