WBP Constable 2022 Main Practice Set – 7 (সম্ভাব্য প্রশ্নোত্তর)
WBP Constable 2022 Main Practice Set – 7 (সম্ভাব্য প্রশ্নোত্তর)
WBP Constable Main Practice Set 1
১) নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের নদী নয় ?
[A] মাতলা
[B] গোসাবা
[C] সপ্তমুখী
[D] আত্রেয়ী
২) ভারতের মৌলিক অধিকার গুলি হল ______
[A] অবাধ ও নিরঙ্কুশ
[B] অবাধ ও নিরঙ্কুশ নয়
[C] উভয়ই সঠিক
[D] কোনটাই নয়
৩) কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত ?
[A] রূপনারায়ণ
[B] হলদি
[C] দ্বারকেশ্বর
[D] বিদ্যাধরী
৪) তুর্কির মুদ্রার নাম কি ?
[A] পাউন্ড
[B] লিরা
[C] পেসো
[D] শিলিং
৫) ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয় ?
[A] বি.আর.আম্বেদকর
[B] জওহরলাল নেহেরু
[C] মহাত্মা গান্ধী
[D] বল্লভভাই প্যাটেল
৬) বলয় পরীক্ষা নিচের কার উপস্থিতি নির্দেশ করে?
[A] HNO3
[B] H2SO4
[C] CH3
[D] HCl
৭) ভারতের রেপো রেট কে ঘোষণা করেন?
[A] RBI
[B] অর্থ মন্ত্রক
[C] IDBI
[D] রাষ্ট্রপতি
৮) স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া কে?
[A] ১০ জোড়া
[B] ১০ টি
[C] ১২ জোড়া
[D] ১২ টি
৯) সদ্য বিশ্বের কনিষ্ঠতম দাবার গ্র্যান্ডমাস্টার শিরোপা পেয়েছে কে?
[A] প্রত্যুষ চৌধুরী
[B] স্ট্যানাল জোকোব
[C] অভিমন্যু মিশ্র
[D] অভ্যুদয় পান্ডে
১০) নীতি আয়োগ এর সিইও কে, যার কার্যকালের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে?
[A] অমিতাভ কান্ত
[B] তরুণ বাজাজ
[C] রাজীব কুমার
[D] এন.কে.সিং
১১) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
[A] আমস্টারডাম
[B] নিউইয়র্ক
[C] দ্য হেগ
[D] লন্ডন
১২) রাজবাড়ী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] উড়িষ্যা
[C] ত্রিপুরা
[D] রাজস্থান
১৩) এনজাইম হলো _____
[A] প্রোটিন ধর্মী
[B] কার্বোহাইড্রেটধর্মী
[C] স্টেরয়েড ধর্মী
[D] লিপিড ধর্মী
১৪) কোনটি স্বর্ণকারের সোহাগা নামে পরিচিত?
[A] সোনা
[B] হীরে
[C] বোরাক্স
[D] অম্লরাজ
১৫) তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
[A] ক্লোরিন
[B] ব্রোমিন
[C] ফ্লুরিন
[D] সিজিয়াম
১৬) কোন কোন দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়?
[A] ভারত – বাংলাদেশ
[B] ভারত – চিন
[C] ভারত – শ্রীলঙ্কা
[D] ভারত- পাকিস্তান
১৭) কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না?
[A] কঠিন
[B] শূন্য
[C] গ্যাস
[D] জল
১৮) আকবরের বাবার নাম কি?
[A] ওমর শেখ মির্জা
[B] বাবর
[C] হুমায়ুন
[D] বাহাদুর শাহ
১৯) গান্ধী প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?
[A] হিতবাদী
[B] ইন্ডিয়ান ওপিনিয়ন
[C] ইয়ং ইন্ডিয়া
[D] ইন্ডিয়ান মিরর
২০) পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি?
[A] পার্থ চট্টোপাধ্যায়
[B] ব্রাত্য বসু
[C] মমতা বন্দ্যোপাধ্যায়
[D] ফিরহাদ হাকিম
২১) ধূসর পান্ডুলিপি কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
[A] শঙ্খ ঘোষ
[B] জীবনানন্দ দাস
[C] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
[D] দীনবন্ধু মিত্র