WBP Constable Main GK Mock Test In Bengali Ep – 14

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 14 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় ?

ক্রোনোমিটার
হাইগ্ৰোমিটার
অ্যানিমিটার
ব‍্যারোমিটার

2. কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় ?

O2
H2
CO
CO2

3. ইডগা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?

কেরালা
কর্ণাটক
ঝাড়খণ্ড
ত্রিপুরা

4. ভারতের প্রথম উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য কোনটি ?

কেরালা
হরিয়ানা
সিকিম
গুজরাট

5. আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্ব নাম কী ছিল ?

বেত্রবতী
শিপ্রা
পারুষ্ণী
কোনোটাই নয়

6. তীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত?

শ্রী হরিকোটা
চেন্নাই
বেঙ্গালুরু
চাঁদিপুর

7. কোনটি এককোষী জীব ?

ব্যাকটেরিয়া
চিংড়ি
কেঁচো
মানুষ

8. নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের মুদ্রা ?

ডং
পিসো
ওন
ডলার

9. কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব‍্যবহার করে ছিলেন ?

সমুদ্র গুপ্ত
অশোক
শশাঙ্ক
কনিষ্ক

10. এ ফেয়ারওয়েল টু আর্মস - বইটির লেখক কে ?

টমাস হার্ডি
চার্লস ডিকেন্স
হাক্সালি
আর্নেস্ট হোমিংওয়ে

11. সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশিষ্ট রাজ্য কোনটি ?

মনিপুর
ত্রিপুরা
অরুণাচলপ্রদেশ
নাগাল্যান্ড

12. কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত ?

কেরালা
ওড়িশা
ঝাড়খণ্ড
আসাম

13. সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় কোথায় ?

কানাডাতে
মেক্সিকোতে
ভিয়েতনামে
ক্রোয়েশিয়া তে

14. প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়-

৭৭৬ খ্রিষ্টপূর্বে
৭৭৬ খ্রিষ্টাব্দে
৭০০ খ্রিষ্টপূর্বে
৭০০খ্রিষ্টাব্দে

15. শীতল মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয় -

ফ্রান্সের দক্ষিনাংশে
জার্মানির পূর্বাংশে
কানাডার উত্তরাংশে
ইউক্রেনের উত্তরাংশে