WBP Constable GK Mock Test In Bengali Ep – 6

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 6 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. ‘এলাহাবাদ প্রশস্তি' কার রচনা?

বিশাখদত্ত
ভাস
হরিষেণ
সমুদ্রগুপ্ত

2. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?

পাণ্ডুয়া
ফতেপুর সিক্রি
মুর্শিদাবাদ
গৌড়

3. হরপ্পাবাসীদের কাছে কোন পশুর ব্যবহার অজ্ঞাত ছিল?

হাতি
ঘোড়া
কুকুর
গোরু

4. কে ভারতের ‘মিসাইল মহিলা' নামে পরিচিত?

মমতা শৰ্মা
ললিথা কুমার মঙ্গলম
টেসি টমাস
কাবেরী বন্দ্যোপাধ্যায়

5. পুনাচুক্তি হয়েছিল—

1936 খ্রি.
1933 খ্রি.
1931 খ্রি.
1932 খ্রি.

6. ভোপাল কোন নদীর তীরে অবস্থিত?

কৃষ্ণা।
গোদাবরী
শোন
বেতোয়া

7. ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যগ্রন্থের রচয়িতা—

মালাধর বসু
বৃন্দাবন দাস
গুণরাজ খাঁ
বড়ুচণ্ডীদাস

8. ভারতে মন্ত্রীসভার কার্যকলাপ কে নিয়ন্ত্রণ করতে পারেন?

আইনসভা
সুপ্রিম কোর্ট
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী

9. রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম—

ব্যারোমিটার
স্ফিগমোম্যানোমিটার
হাইগ্রোমিটার
টেনোমিটার

10. নিম্নলিখিত কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন?

নিউল্যান্ড
বোর
স্যাডউইক
রাদারফোর্ড

11. 35 জন লোক নির্দিষ্ট সময়ে একটি কাজ সম্পন্ন পারে। কিন্তু যদি শুধুমাত্র 28 জন লোক নিয়োগ করা হয় তাহলে কাজটি সম্পন্ন করতে অতিরিক্ত 5 দিন সময় লাগে। 70 জন লোক ওই কাজটি সম্পন্ন করতে পারবে-

3 দিনে
7 দিনে
10 দিনে
12 দিনে

12. ভিনিগার হল—

অ্যাসিটিক অ্যাসিড
অ্যাসিটোন
মিথানল
ইথানল

13. অতিবেগুনি রশ্মির উৎস—

তেজস্ক্রিয় পদার্থ
ম্যাগনেট্রন।
উত্তপ্ত কঠিন বস্তুকণা
উত্তপ্ত কণা

14. ‘জায়গির’ কী?

রাজস্বের বরাত
বেতনক্রম
বখশিস
কোনোটিই নয়

15. ‘সূর্য সিন্ধান্ত’ গ্রন্থের রচয়িতা—

বরাহমিহির
সোমেশ্বর
তুলসীদাস
আর্যভট্ট

16. নিম্নলিখিত কোন কৃষিজাত দ্রব্যকে সোনালি আঁশ বলা হয়?

তুষ
রেশম
পাট
তুলা

17. যদি কোনো সাংকেতিক ভাষায় CHARCOAL-এর কোড হয় 45164913 এবং MORALE-এর কোড হয় 296137, তবে সেই সাংকেতিক ভাষায় ALLOCHRE এর কোড কী হবে?

13396875
16693895
13394567
19943785

18. যদি জলকে বলা হয় নীল, নীলকে বলা হয় লাল, লালকে বলা হয় সাদা, সাদাকে বলা হয় আকাশ, আকাশকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় সবুজ এবং সবুজকে বলা হয় বাতাস, তবে দুধের রং কী?

আকাশ
সাদা
সবুজ
বাতাস

19. যদি 200 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি ট্রেন 45 কিমি/ঘণ্টা বেগে একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?

98 মিটার
85 মিটার
75 মিটার
60 মিটার

20. নিম্নলিখিত কোন ভাইসরয় ইজরাদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন?

লর্ড কাটিয়ার
লর্ড কর্নওয়ালিস
ওয়ারেন হেস্টিংস
লর্ড ক্লাইভ