WBP Constable GK Mock Test In Bengali Ep – 7

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 7 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত

মধ্যপ্রদেশ
আসাম
কর্নাটক
পশ্চিমবঙ্গ

2. পৃথিবী শুষ্কতম মরুভূমি হল—

গোবি
থর
আটাকামা
সাহারা

3. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে

ভূমধ্যসাগর
লোহিত সাগর
আটলান্টিক সাগর
পারস্য সাগর

4. 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধর সময় পেশোয়া কে ছিলেন

দ্বিতীয় বাজিরাও
প্রথম বাজিরাও
মাধবরাও
বালাজি বাজিরাও

5. বীরবলের আসল নাম কী

মহেশ দাস
শ্যাম দাস
ভগবান দাস
রাম দাস

6. . ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—

লোকসভা দ্বারা
সংসদের সদস্য দ্বারা
সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
(a) রাজ্যসভা দ্বারা

7. রাশিয়া অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে

ক্রোসিয়া
ফ্রান্স
ব্রাজিল
জার্মানি

8. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দফতর অবস্থিত

নিউইয়র্ক
রোম
জেনেভা
প্যারিস

9. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্ম গ্রহণ করেন

হুগলী
নদীয়া
বর্ধমান
পূর্ব মেদিনীপুর

10. NATO সম্পূর্ণ রূপ কী

North American Treaty organisation
North Atlantic Treaty organisation
New American Treaty organisation
New Atlantic treaty organisation

11. দ্রোণাচার্য পুরষ্কার দেওয়া হয়

ক্রিয়া সম্পাদকদের
আম্পায়ার
ক্রীড়াবিদদের
প্রশিক্ষকদের

12. লীলাবতী লিখেছেন

হেমচন্দ্র আচার্য
মহাবিরাচর্য
ভাস্করাচর্য
কল্পচর্য

13. গোবর গ্যাসের প্রধান উপাদান কী

কার্বন ডইঅক্সাইড
মিথেন
ইথেন
হাইড্রোজেন

14. নীচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক

প্রায় 24000 শাখা আছে 

IDBI bank
SBI bank
ICICI Bank
Indian Bank

15. লোক সভার জিরো - আওয়ার এর - এর সর্বাধিক সময় কাল

60 minutes'
120 minutes
30 minutes
45 minutes

16. গীতা গোপীনাথ কোন্ আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
ওয়ার্ল্ড ব্যাংক (WB)
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (A D B )
কোনো টায় না

17. নিউটনের প্রথম গতিসূত্র পরিচিত হয়েছে

স্থির নীতি
জড়তার মূলনীতি
কার্যকারিতার মূলনীতি
আপেক্ষিকতার মূলনীতি

18. নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনপুস্থিত সেটি হলো

হিলিয়াম
জেনন
আর্গন
রেডন

19. প্রাকৃতিক নির্বাচন আইন জার সাথে সম্পর্কিত

ডারউইন
মেন্ডেল
ডাল্টন
কোনো টায় না

20. নীচের কোনটি ঘনত্ব সব থেকে বেশি

কোক
গ্রাফাইট
কাঠকয়লা
হীরক