WBP Constable GK Mock Test In Bengali Ep – 11

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 11 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. কুঞ্জারানি দেবী নামটি জড়িত

বক্সিং
ভার উত্তোলণ
ক্রিকেট
সাঁতার

2. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন

লর্ড ক্যানিং
লর্ড মাউনটব্যাটেন
লর্ড উইলিয়াম বেন্টিং
সি . রাজাগোপালাচারি

3. বিচারক কিংসফোর্ড এর উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্য কারী ছিলেন

প্রফুল্ল চাকী
বিনয় কুমার ঘোষ
যতীন দাস
রাসবিহারী বোস

4. ভারতের কোন রাজ্য কে চিনির বাটি বলা হয়

উত্তরপ্রদেশ
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু
মহারাষ্ট্র

5. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত

মহানন্দা
শতদ্রু
কংসাবতী
নর্মদা

6. কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়

1862 সালে
1857
1866
1869

7. নিন্মের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়

500 টাকা
2000 টাকা
1 টাকা
100 টাকা

8. টেলি যোগাযোগ কোন ধরনের তরঙ্গ ব্যাবহার করা হয়

অতিবেগুনি রশ্মি
মাইক্রো তরঙ্গ
X রশ্মি
অবহেলিত রশ্মি

9. গাড়ির হেডলাইট এ যে প্রকার দর্পণ ব্যাবহার করা হয় সেটি হলো

গোলাকার উত্তল দর্পণ
গোলাকার অবতল দর্পণ
অধিবৃত্তাকার অবতল দর্পণ
সমতল দর্পন

10. কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়

21 শে জুন
1 লা অক্টোবর
31 শে মে
1 লা জুলাই

11. কিং বদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের যে রাষ্ট্রে জন্ম

স্পেন
সার্বিয়া
ইং্যান্ডকে
অস্ট্রিয়া
আমেরিকা

12. কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়

ফ্রান্স
ইতালি
জার্মানি
ইংল্যান্ড

13. " 281 and Beyond" কার আত্ম জীবনী

স্টিভ স্মিথ
রাহুল দ্রাবিড়
V.V.S লক্ষণ
সৌরভ গাঙ্গুলি

14. গীর অভয়ারণ্য কোথায় অবস্থিত

কর্নাটক
গুজরাট
রাজস্থান
আসাম

15. কর্কটক্রান্তি রেখা ভারতের নীচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?

পশ্চিমবঙ্গ
মিজোরাম
উত্তরপ্রদেশ
গুজরাট