WBP Constable 2022 Main GK Mock Test In Bengali Ep – 18

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 18 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. বাবর শব্দের অর্থ কি ?

পদমর্যাদা
সিংহ
শিষ্য
ভাগ‍্যবান

2. ব্যাডমিন্টন ও ভলিবল খেলায় কোন শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়?

ডিউস
ড্রিবল
ডাবল
ডামি

3. আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান কোনটি ?

হিলিয়াম
হাইড্রোজেন
সোডিয়াম
লিথিয়াম

4. কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা ?

গভর্নর দ্বারা
রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার্স দ্বারা
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা
হাইকোর্টের প্রধান বিচারক দ্বারা

5. বুদ্ধ ইন্টারন‍্যাশানাল সার্কিট কোথায় অবস্থিত ?

আগ্ৰা
জয়পুর
লখনউ
গ্ৰেটার নয়ডা

6. বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের ?

ব্রাজিল
আমেরিকা যুক্তরাষ্ট্র
চীন
ভারত

7. অর্থনীতির জন্য কোন সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন?

1998 সালে
1995 সালে
2000 সালে
1990 সালে

8. ভিক্টোরিয়া টার্মিনাস নিন্মের কোন শহরে অবস্থিত ?

কোলকাতা
মুম্বাই
হায়দ্রাবাদ
গোয়া

9. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে
বাবার ও রানা সংগ্রামের মধ্যে
বাবর ও তৈমুর লং এর মধ্যে
কোনোটিই নয়

10. বার্ষিক সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে?

21 টি
22 টি
23 টি
24 টি

11. পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে বলবৎ হয় ?

1955 সালে
1958 সালে
1956 সালে
1959 সালে

12. প্রোটিনের উপাদান কোনটি ?

ভিটামিন
কার্বোহাইড্রেট
খনিজ লবণ
আলফা অ্যামাইনো অ্যাসিড

13. গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার শুরু করে ?

সারনাথ
লুম্বিনী
বুদ্ধগয়া
বৈশালী

14. ম‍্যানারহেইম লাইন ফিনল্যান্ড ও কোন দেশের মধ্যে অবস্থিত ?

সার্বিয়া
আইসল্যান্ড
রাশিয়া
কানাডা

15. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ?

মনুসংহিতা
অথর্ববেদ
শতপথ ব্রাহ্মন
ঋকবেদ