WBP Constable 2022 Main GK Mock Test In Bengali Ep – 16

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 16 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. শরীরের ব্যস্ততম অঙ্গ কোনটি ?

হৃদপিন্ড
চোখ
পা
হাত

2. চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয়েছিল?

অজাত শত্রু
কালা শোক
অশোক
কনিষ্ক

3. ওয়াহাবি আন্দোলনে বাংলার অন্যতম নেতা হলেন—

আব্দুল ওয়াহাব
আব্দুল আজিজ
সৈয়দ আহমেদ
তিতুমীর

4. রক্তকণিকার জন্ম কোথায় ?

লসিকায়
শিরায়
অস্থিমজ্জায়
ধমনীতে

5. পুলিকট হ্রদ কোথায় অবস্থিত ?

জম্মু কাশ্মীরে
কর্ণাটকে
ছত্রিশগড়ে
তামিলনাড়ু তে

6. উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন কিরূপ ?

উর্ধ্বমুখী
অস্বাভাবিক
নিম্নমুখী
স্বাভাবিক

7. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

কৃষ্ণকুমার মিত্র
ভুপেন্দ্রনাথ দত্ত
কেশবচন্দ্র সেন
হরিশচন্দ্র মুখার্জি

8. বেদশা গুহা কোন রাজ্যে অবস্থিত ?

মহারাষ্ট্র
মধ্যপ্রদেশ
উত্তরাখন্ড
জম্মু-কাশ্মীর

9. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

ওয়ারেন হেস্টিংস
লর্ড ক্লাইভ
লর্ড ডালহৌসি
লর্ড ক্যানিং

10. ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড SEBI কত সালে স্থাপিত হয় ?

1992
1993
1991
1990

11. আকবরের সাম্রাজ্য কতগুলো সুবাতে বিভক্ত ছিল?

12 টি
14 টি
16 টি
18 টি

12. স্পিড পোস্টের প্রচলন শুরু হয় কোন সাল থেকে ?

1985
1986
1982
1983

13. শিখ শব্দের অর্থ কি?

পবিত্র
গুরুর শিষ্য
গুরুর প্রতি শ্রদ্ধা
অহিংসা

14. NH-10 কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে ?

বিহার,ওড়িশা
আসাম,পশ্চিমবঙ্গ
সিকিম,পশ্চিমবঙ্গ
মেঘালয়,আসাম

15. ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়?

1857 খ্রিস্টাব্দে
1859 খ্রিস্টাব্দে
1858 খ্রিস্টাব্দে
1860 খ্রিস্টাব্দে