WBP Constable Main Online Mock Test in Bengali Part - 2

WBP Constable Main Online Mock Test in Bengali Part - 2

1. লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন?

আকবর
অশোক
জাহাঙ্গীর
শাহজাহান

2. ভারতে প্রথম ফুড মিউজিয়াম স্থাপন করা হল কোন রাজ্যে?

তামিলনাড়ু
অন্ধ্রপ্রদেশ
গোয়া
ঝাড়খন্ড

3. থাংকা চিত্রকলা টি কোন রাজ্যের?

বিহার
সিকিম
পশ্চিমবঙ্গ
রাজস্থান

4. আন্তর্জাতিক সহনশীলতা দিবস কবে পালন করা হয়?

১৬ ই নভেম্বর
১৫ ই অক্টোবর
১৪ ই সেপ্টেম্বর
১৩ ই আগস্ট

5. মরীচিকার জন্য দায়ী কোনটি ?

প্রতিসরণ
প্রতিফলন
মরুভূমি
অভ‍্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

6. বিধবা বিবাহ আইন পাশ হয় -

১৮৫৬
১৮১৭
১৮২৯
১৮১৯

7. ভারতের টি-20 দলের নতুন ক্যাপ্টেন হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

কে এল রাহুল
রিশাব পান্ত
রোহিত শর্মা
শিবম দুবে

8. আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম-

কলেরা
টাইফয়েড
ব্ল‍্যাকফুট
আমাশয়

9. ICC এর সদর দপ্তর-?

ইংল্যান্ড
হল্যান্ড
দুবাই
ওয়াসিংটন

10. উত্তল দর্পন কোথায় ব‍্যবহার করা হয় ?

টর্চ লাইটে
গাড়িতে
সৌরচুল্লিতে
রাডারে

11. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে তা আবিষ্কার করেন _?

গ্যালিলিও
কোপার্নিকাস
আলবার্ট আইনস্টাইন
এদের কেউই নন

12. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় ?

বলের পরিমান
বলের সংজ্ঞা
ঘর্ষণ বল
বলের ক্রিয়া

13. ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী?

ইন্দিরা গান্ধী
প্রতিভা পাটিল
সুচেতা কৃপালিনী
মাদার টেরিজা

14. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ?

স্নেল
হুক
বয়েল
ওয়েসিক

15. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে -

১৭৬৪
১৭৬৫
১৭৬৬
১৭৬৩

16. ভারতে প্রথম কোন পুরুষ রবীন্দ্র পুরস্কার পান?

বিধানচন্দ্র রায়
নীহাররঞ্জন রায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর

17. মহানগরের উদাহরণ হল -

দিল্লি
চেন্নাই
মুম্বাই
সবগুলোই

18. চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?

সংকোচী গহ্বর
সবুজ গ্ৰন্থি
রেনেট কোষ
ফ্লেম কোষ

19. জোট নিরপেক্ষ নীতির জনক কে?

আম্বেদকর
নেহেরু
গান্ধীজী
মেকলে

20. জাপানের মুদ্রার নাম কি?

ইয়েন
পাউন্ড
রুবেল
রুবেল