পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট পর্ব - ২৩ | WBP Mock Test in Bengali Part – 23

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 23 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. "ইয়ান্দাবুর সন্ধি" কত সালে স্বাক্ষরিত হয়?

1818
1822
1824
1826

2. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়েতোলা হয়েছে?

মহানদী
গোদাবরী
গঙ্গা
কৃষ্ণা

3. আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি?

লিবসন
বেলগ্রেড
ডাবলিন
তেহরান

4. ভারতীয় স্টেট ব্যাংক এর কত সালে জাতীয়করণ ঘটে?

1951 সালে
1952 সালে
1955 সালে
1959 সালে

5. গণদেবতা ছবিটির পরিচালক কে?

সত্যজিৎ রায়
মৃণাল সেন
ঋতুপর্ণ ঘোষ
তরুণ মজুমদার

6. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?

১ মিনিট
৪ মিনিট
৭ মিনিট
৯ মিনিট

7. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত?

দামোদর
কুলিক
ময়ূরাক্ষী
মহানন্দা

8. যুগান্তর পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়?

১৯০৫ সালে
১৯০৬ সালে
১৯০৮ সালে
১৯০৭ সালে

9. বাংলা সনেটের জনক?

মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর

10. পৃথিবীতে কতগুলি মহাসাগর রয়েছে?

৫ টি
২ টি
৩ টি
৪ টি

11. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?

দুইটি
তিনটি
চারটি
পাঁচটি

12. ভারতীয় সিভিল সার্ভিসের জনক" কাকে বলা হয়?

লর্ড কর্নওয়ালিস
লর্ড ডালহৌসি
ওয়ারেন হেস্টিংস
উইলিয়াম বেন্টিঙ্ক

13. বরাকর কোন নদীর উপনদী?

মহানন্দা
গঙ্গা
ময়ূরাক্ষী
দামোদর

14. "প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস" কার উপাধি?

রাজেন্দ্র প্রসাদ
সুভাষচন্দ্র বোস
জওহরলাল নেহেরু
মহাত্মা গান্ধী

15. পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়?

হাওড়া
বীরভূম
মুর্শিদাবাদ
পুরুলিয়া