WB Police Main GK Mock Test in Bengali Part - 1

WB Police Main GK Mock Test in Bengali Part - 1

1. ফেনল এর রাসায়নিক নাম কি?

ক্যালসিয়াম কার্বনেট
জিঙ্ক অক্সাইড
কার্বলিক অ্যাসিড
সোদক ফেরাস সালফেট

2. প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি?

সিলিয়া
মাংসলপদ
ফ্লাজেলা
কর্ষিকা

3. ক্যালকুলেটর মেশিন কে আবিষ্কার করেন?

কে ম্যাকমিলান
পাসকল
জন গুটেনবার্গ
হামফ্রে ডেভি

4. ভারতের তামাক গবেষণাগারটি কোথায় অবস্থিত?

রাজমুন্দ্রি
কটক
ধানবাদ
পুনে

5. পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন-

দেবপাল
ধর্মপাল
গোপাল
লক্ষণ শেঠ

6. তড়িৎ আধানের বড় একক কি?

হার্জ
ফ্যাদম
ডাইন
কুলম্ব

7. মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় ?

প্রোটিন
ফ্যাট
শর্করা
ভিটামিন

8. সিরাজের রাজধানী কোথায় ছিল?

মুর্শিদাবাদ
কুচবিহার
বীরভূম
আগ্রা

9. ভারতের প্রথম কন রাজ্য মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ করলো ?

কেরালা
তামিলনাড়ু
পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র

10. কত সালে বিহার বাংলা থেকে পৃথক হয়?

১৯১০
১৯৩০
১৯১২
১৯৩২

11. শিলাদিত্য কার উপাধি -

চন্দ্রগুপ্ত
হ্ষবর্ধন
শশাঙ্ক
গোপাল

12. শিবাজির রাজ্যভিষেক কবে সম্পন্ন হয় ?

1627 সালে
1674 সালে
1680 সালে
1670 সালে

13. কোন ভিটামিনের অভাবে ভ্রূনের অকালমৃত্যু ঘটতে পারে ?

ভিটামিন A
ভিটামিন B কমপ্লেক্স
ভিটামিন D
ভিটামিন E

14. পরমাণুবাদ তত্ত কে আবিষ্কার করেন?

চার্লস ব্যাবেজ
আলফ্রেড নোবেল
জন ডালটন
অটোহান

15. বেঙ্গল গেজেট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?

১৮০৪ খ্রি:
১৭৯৮ খ্রি:
১৭৮৮ খ্রি:
১৭৮০ খ্রি:

16. ইউরোপের বৃহত্তম নদী কোনটি?

ভোলগা
দানুব
নিপার
নিস্টার

17. বেমানান শব্দ চিহ্নিত করাে:

আরশোলা
মাছি
ফড়িং
টিকটিকি

18. An Autobiography - আত্মজীবনীটি কার?

মোহনদাস করমচাঁদ গান্ধী
নেতাজি সুভাষচন্দ্র বসু
পণ্ডিত রবিশঙ্কর
পন্ডিত জওহরলাল নেহেরু

19. ভারতের প্রথম জলাতঙ্কমুক্ত রাজ্য হল?

গোয়া
হরিয়ানা
আমেদাবাদ
কেরালা

20. বায়ুমন্ডলে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি?

অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
আয়োডিন