WBP Online Mock Test In Bengali Part - 11

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 11 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে ১৫ টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই A এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. Wings of fire আত্মজীবনীটি হল-

অর্মত্য সেন
প্রফুল্ল চন্দ্র রায়
এ পি জে আব্দুল কালাম
শচীন টেন্ডুলকার

2. দুর্গেশনন্দিনী উপন্যাসটি রচনা করেছেন-

রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

3. মাস্টার দা নামে পরিচিত হল-

সূর্য সেন
লক্ষণ সেন
বল্লাল সেন
সামন্ত সেন

4. মিশরের প্রধান অর্থকরী ফসল হল-

চিনি
কার্পাস
কফি
দুধ

5. ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরষ্কার বিজয়িনী হলেন-

মহাশ্বেতা দেবী
শ্রীমতি ইন্দিরা গান্ধী
আশাপূর্ণা দেবী
মীরা কুমারী

6. বীরবল ছদ্মনাম ব্যবহার করছেন-

সমরেশ বসু
রাজশেখর বসু
বিমল ঘোষ
প্রমথ চৌধুরী

7. শোক যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি গ্রহণ করেন-

কলিঙ্গ যুদ্ধের পর
তরাইন যুদ্ধের পর
বাংলা ভাগের পর
তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর

8. তিতুমীরের আসল নাম হল-

মির নিজাম আলী
মীর নিশার আলী
মীর আলী
তিতুমীর আহমেদ

9. সাঁওতাল বিদ্রোহ ঘটেছে-

১৮৫১সালে
১৮৬৪সালে
১৮৫৫সালে
১৮৫৪সালে

10. রুঅঞ্চলে উদ্ভদের বলা হয়-

জেরোফাইট
মেসোফাইট
হোমোফাইট
ম্যানগ্ৰোভ

11. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন-

সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
উমেশচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়
মহত্মা গান্ধী
বদরুদ্দীন তৈয়াবজী

12. সকল বিষয়ের জননী বলা হয়-

ইতিহাস কে
ভূগোল কে
সমাজবিজ্ঞান কে
রসায়ন কে

13. ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন-

ছন্দা গায়েন
কিরণ বেদী
বাচেন্দ্রী পাল
আন্না চান্দি

14. ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়-

১৮৪৫
১৮৫৪
১৮৫৭
১৮৫৩

15. বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি রয়েছে-

বিষবৃক্ষ উপন্যাসে
রাজসিংহ উপন্যাসে
আনন্দমঠ উপন্যাসে
চন্দ্রশেখর উপন্যাসে