WBP Constable Main GK Mock Test In Bengali Ep – 13

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable Main GK Mock Test In Bengali Ep – 132 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?

আজম শাহ
হামজা শাহ
ইলিয়াস শাহ
সিকান্দার শাহ

2. যদি A = Z, B = Y, C = X হয় তাহলে P = কী হবে?

L
J
K
M

3. '?' স্থানে কোন সংখ্যা বসবে – 4, 12, 28, ?, 124, 252

40
50
60
70

4. সিরিজটি সম্পূর্ণ কর : FI, JM, NQ, ?

RT
RS
RU
RV

5. ‘পথের দাবী' উপন্যাসটির রচয়িতা কে?

শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

6. পরপর ৭টি সংখ্যার গড় 30 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

33
34
35
36

7. বন্দীপুর অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?

কেরল
অন্ধ্রপ্রদেশ
কর্ণাটক
তামিলনাড়ু

8. কোনো সংখ্যার 25% যদি 95 হয়, তাহলে ওই সংখ্যার 40% কত হবে?

204
152
264
324

9. কিলোওয়াট ঘণ্টা কীসের একক?

বল
ক্ষমতা
কার্য
শক্তি

10. রমন ম্যাগসেই পুরস্কার কোন দেশের তরফ থেকে প্রদান করা হয়ে থাকে?

হংকং
ইন্দোনেশিয়া
ফিলিপিন্স
বেলজিয়াম

11. NABARD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

মুম্বাই
চেন্নাই
প্রয়াগরাজ
কলকাতা

12. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং উহাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু নির্ণয় কর।

10
20
15
25

13. 15টি পেনের ক্রয়মূল্য যদি 12টি পেনের বিক্রয়মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত?

80%
18%
25%
20%

14. যদি LOVELY কে কোডে YLEVOL লেখা হয়, তবে NATURE কে কোডে কী লেখা হবে?

TANURE
EURNAT
ERUTAN
ETURAN

15. সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত?

70 বছর
65 বছর
5 বছর
6 বছর