WBP Special Online GK Mock Test in Bengali Part - 37

WBP Special Online GK Mock Test in Bengali Part - 37 For All Competitive Exam

1. ইতিহাসে “পাগলা রাজা” নামে কে খ্যাত ?

ইলতুৎমিস
বলবন
মহম্মদ বিন তুঘলক
আলাউদ্দিন খলজি

2. গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী ছিল ?

গাজী মালিক
জুনা খাঁ
ফিরোজ বিন রজব
উলুগ খাঁ

3. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তরটি হল ?

আয়নোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
ম্যাগনেটোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার

4. ভারতীয় সংবিধানে কাকে ভেটো ক্ষমতা দেওয়া আছে ?

লোকসভার স্পিকার
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী রাজ্যপাল
প্রধানমন্ত্রী

5. সংসদের যুগ্ম অধিবেশনে আহব্বান করেন কে ?

রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি
লোকসভার অধ্যক্ষ
প্রধানমন্ত্রী

6. তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

পশ্চিমবঙ্গ
ওড়িশা
তামিলনাড়ু
মধ্যপ্রদেশ

7. “সারে জাহা সে আচ্ছা” – গানটি কে রচনা করেন ?

বাল গঙ্গাধর তিলক
মহম্মদ আলী জিন্নাহ
নজরুল ইসলাম
মহাম্মদ ইকবাল

8. ভিনসেন্ট স্মিথ কোন শাসনকে “বল্গাহীন স্বৈরতন্ত্র” নামে অভিহিত করেছেন ?

মৌর্য
গুপ্ত
নন্দ
শুঙ্গ

9. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?

ল্যামার্ক
হেকেল
ডারউইন
দিভ্রিস

10. দি ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

ম্যাডাম কামা
ভূপেন্দ্রনাথ দত্ত
মহেন্দ্রপ্রতাপ
শ্যামজী কৃষ্ণবর্মা

11. নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর হয়েছে ?

কাবেরী
গোদাবরী
কৃষ্ণা
শতদ্রু

12. রওলাট আইনকে কে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” – বলে কে মন্তব্য করেন ?

চিত্তরঞ্জন দাশ
মহাত্মা গান্ধী
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

13. পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি?

স্ট্র্যাটোস্ফিয়ার
আয়নস্ফিয়ার
মেসোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার

14. শক বংশের উচ্ছেদ ঘটিয়ে কোন সম্রাট শকারি অভিধা গ্রহণ করেন ?

স্কন্দগুপ্ত
বিম্বিসার
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত

15. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন ?

দাদাভাই নৌরোজি
বল্লভভাই প্যাটেল
জওহরলাল নেহরু পি সি মহলানবীশ
জওহরলাল নেহরু পি সি মহলানবীশ