General knowledge Questions And Answer In Bengali Part – 36

General knowledge Questions And Answer In Bengali Part – 36

General knowledge Questions And Answer In Bengali Part – 36
General knowledge Questions And Answer In Bengali Part – 36 • AskMore.In

General knowledge Questions And Answer In Bengali Part – 36

Questions

Answer

■ মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল ?

উত্তরঃ গঙ্গা। 

 মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?

উত্তরঃ বীরভূম।

■ চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত ?

উত্তরঃ ভুটান। 

 ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয় ?

উত্তরঃ কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চল।

■ প্রথম কমনওয়েলথ কবে আয়োজিত হয় ?

উত্তরঃ ১৯৩০ সালে। 

 ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে ?

উত্তরঃ আমেরিকা। 

 ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার সূচনা হয় কত সালে ?

উত্তরঃ ২০০২ সাল। 

■ ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন কে ?

উত্তরঃ লর্ড আরউইন। 

 দাবানলের দেশ কাকে বলে ?

উত্তরঃ অস্ট্রেলিয়া। 

■ গণেশ জননী ছবিটি কার আঁকা ?

উত্তরঃ যামিনী রায়।