General Awareness Mock Test in Bengali Part - 41

1. SI পদ্ধতিতে লীন তাপের একক কি ?

জুল/গ্ৰাম/কেজি
নিউটন/কেজি
ডাইন/কেজি
জুল/কেজি

2. সম্প্রতি রাজনিস কুমার কোন কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ?

PhonePe
BharatPe
Google Pay
Paytm

3. OYO কোম্পানির ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কোন অ্যাথলেট ?

অভিনব বিন্দ্রা
মীরা বাঈ চানু
দীপা মালিক
রিতেশ আগারবাল

4. কোশ চক্রের কোন দশায় DNA এর দ্বিত্বকরণ হয় ?

G1
G2
S দশায়
M দশায়

5. বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয় ?

৮ই মার্চ
৮ই এপ্রিল
৮ই আগস্ট
৮ই মে

6. ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে ?

লোহা
জিঙ্ক
অ্যালুমিনিয়াম
ম্যাগনেসিয়াম

7. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?

রুশো
এরিস্টটল
জন্ লক্
নিকোলো ম‍্যাকেয়াভেলী

8. আলোর নিয়মিত প্রতিফলনের সূত্র কয়টি ?

দুটি
তিনটি
চারটি
পাঁচটি

9. সম্প্রতি Indian Space Association লঞ্চ করলেন কে ?

নরেন্দ্র মোদী
কে. সিভান
জি. সতিশ রেড্ডি
অমিতাভ কান্ত

10. পানীয় জলে অতিরিক্ত ফ্লুয়োরিড ঘটায় -

ফুসফুসের রোগ
অন্ত্রের সংক্রমণ
রিকেটস্‌
ফ্লুয়োরোসিস

11. সেলসিয়াস স্কেলের নিন্ম স্থিরাঙ্ক কত ?

০° সেলসিয়াস
২০° সেলসিয়াস
৮০° সেলসিয়াস
১০০° সেলসিয়াস

12. মারাঠা শাসক প্রধানদের কি বলা হয় ?

বাজিরাও
পেশোয়া
প‍্যাটেল
ভকিল

13. পিতলে যে দুটি ধাতু থাকে তা হলো ?

কপার ও জিঙ্ক
কপার ও টিন
আয়রন ও ম্যাগনেসিয়াম
কোনটাই নয়

14. ভূমিকম্পের প্রাবাল্য পরিমাপ করার জন্য ব্যবহৃত স্কেলটি হল -

মেট্রিক স্কেল
কোয়াক স্কেল
এপিসেন্টার স্কেল
রিখটার স্কেল

15. কে সত‍্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে ?

দয়ানন্দ সরস্বতী
জ‍্যোতিবা ফুলে
শ্রী নারায়ন গুরু
গুরু নানক