WBP মক টেস্ট পর্ব- ২২ | WBP Online Mock Test in Bengali Part - 22

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP মক টেস্ট পর্ব- ২২ | WBP Online Mock Test in Bengali Part - 22 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. ন্যাশনাল অ্যালুমিনিয়াম কম্পানি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?

কলকাতা
আমেদাবাদ
বোম্বে
ভুবনেশ্বর

2. আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় ?

লর্ড কার্জনকে
লর্ড আরউইনকে
লর্ড ডালহৌসিকে
লর্ড মিন্টোকে

3. আফগানিস্তানের প্রধান নদী কোনটি?

হেলমন্দ
কুরাম
আমুদরিয়া
কাবুল

4. 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

পর্তুগাল
জার্মানি
ব্রাজিল
কাতার

5. কোন দেশ প্রাকৃতিক গ্যাস সংগ্রহে প্রথম স্থান অধিকার করে?

ইরাক
সৌদি আরব
চীন
রাশিয়া

6. ভারতের উচ্চতম জলপ্রপাত টির নাম –

কুঞ্চিকল
চিত্রকূট
শিবসমুদ্রম
কোনটিই নয়

7. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?

মাদ্রাজ
কলকাতা
বোম্বে
দিল্লি

8. শকুন্তলা নাটকের রচয়িতা কে?

কালিদাস
হরিদাস
গৌরদাস
গোবিন্দ দাস

9. বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ভাগ ?

.3
.03
.33
3

10. পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

ভিটামিন B¹²
ভিটামিন B²
ভিটামিন B¹
ভিটামিন B³

11. OPEC এর সদর দপ্তর কোথায়?

জেনেভা
ভিয়েনা
প্যারিস
নিউইয়র্ক

12. সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত?

সাতবাহন বংশ
কুষাণ বংশ
পাল বংশ
নন্দ বংশ

13. কবি জয়দেব জন্মগ্রহণ করেন কোন জেলায়?

নদীয়া
মুর্শিদাবাদ
বর্ধমান
বাঁকুড়া

14. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হল –

45 ডেসিবেল
65 ডেসিবেল
85 ডেসিবেল
90 ডেসিবেল

15. কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের পাঠ একই হয়?

- 4°C
4°C
44°C
- 40°C