GK Album For WBP 2021 Part - 18
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ GK Album For WBP 2021 Part - 18 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
ভারতের সবথেকে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে ?
উঃ গুজরাট।
সালোকসংশ্লেষ উৎপন্ন করে ?
উঃ কার্বোহাইড্রেট।
কফি কোন কৃষির অন্যতম ফসল ?
উঃ বাগিচা কৃষি।
খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
উঃ রানা সঙ্গ।
ভারতের উদীয়মান শিল্প হল ?
উঃ পেট্রোরাসয়নিক শিল্প।
প্রাথমিক পর্যায়ের খাদক কারা ?
উঃ তৃণভোজী প্রাণী।
"ধুমকেতু" কার ছদ্মনাম ?
উঃ কাজী নজরুল ইসলাম।
"Father of the Constitution of India" কাকে বলা হয় ?
উঃ ডঃ বি আর আম্বেদকর।
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
উঃ শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ
ভারত আক্রমনে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন?
উঃ দৌলত খাঁ লোদী।
ক্রান্তীয় অঞ্চলে বৃক্ষহীন তৃণভূমি কে কি বলে ?
উঃ সাভানা।
কার্যের ব্যবহারিক একক কি ?
উঃ জুল।
পৃথিবীর শতকরা কত শতাংশ বনভূমি আছে ?
উঃ 30 শতাংশ
নিম্নলিখিত কোন ব্যক্তি The jungle book এর লেখক?
উঃ রুডিয়ার্ড কিপলিং।
ইকোসিস্টেম কথাটির প্রচলন কে করেন ?
উঃ ট্যানসনে।