Bengali GK Album WBP Part - 22 | বাংলা জিকে অ্যালবাম - ২২

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ Bengali GK Album Part - 22 | বাংলা জিকে অ্যালবাম - ২২ প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রােগকে কী বলে?

☛ ডায়াবেটিস মেলিটাস।

2. নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে ?

☛ জাইগােট।

3. ‘গদর’ শব্দের অর্থ কী ?

☛ বিপ্লব।

4. কে প্রথম রেশনব্যবস্থা চালু করেন?

☛ আলাউদ্দিন খলজি।

5. কোন্ দেশকে সানডে আইল্যান্ড বলা হয় ?

☛ ডােমিনিকা।

6. কোন দেশের ৭০ শতাংশ প্রাণী কেবলমাত্র সেই দেশেই পাওয়া যায় ?

☛ মাদাগস্কার।

7. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কে ‘দেশনায়ক’ আখ্যা দেন ?

☛ রবীন্দ্রনাথ ঠাকুর।

8. কোন অলিম্পিকে ধ্যান চাদ ভারতীয় হকি দলের নেতৃত্ব দিয়েছিলেন ?

☛ ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে।

9. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ?

☛  ১৮৭৬ সালের ১৪ মার্চ।

10. পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি ?

☛  দিল্পির জুম্মা (জামা) মসজিদ।