জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-31
জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-31
1. নিচের কোন রাজ্যকে "ভারতের শস্যাগার" বলা হয় ?
উত্তর:- পাঞ্জাব
2. World Financial Stability প্রতিবেদন প্রকাশ করে ?
উত্তর :- IMF
3. কলকাতায় পাতাল রেল প্রথম চালু হয় ?
উত্তর :- ১৯৮৪
4. ভরবেগের পরিবর্তনের হার নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়
- নিউটনের দ্বিতীয় সূত্র
5. হিতবাদী পত্রিকার সম্পাদক কে ছিলেন
- কৃষ্ণকমল ভট্টাচার্য
6. ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে
- প্যারিসে
7. দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য
- প্রোটিন
8. নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত ?
উত্তর :- 14
9. ভারতে ম্যালেরিয়ার ভ্যাকসিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন
- স্যার রোনাল্ড রস
10. লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে
- লাইসোজাইম