General knowledge Questions And Answer In Bengali Part – 35

Top 15 GK Questions And Answer Album For WBP Part – 35 || জিকে প্রশ্নোত্তর পর্ব – ৩৫

1. কোন দেশকে 'পিষ্ঠকের দেশ ' বলা হয় ?

উঃ- স্কটল্যান্ড কে।

2. 'জ্ঞানপীঠ' পুরস্কার কে প্রচলন করেন ?

উঃ- শান্তি প্রসাদ জৈন।

3. ভারতীয় মুদ্রায় 'রুপি' শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ?

উঃ- সংস্কৃত ভাষা।

4. টোকিওর পুরানো নাম কি ?

উঃ- ইডো।

5. 'আদুবে' কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ- দাবা।

6. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন ?

উঃ- ওসবর্ন স্মিথ।

7. কত টাকার ভারতীয় নোটে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানের ছবি রয়েছে ?

উঃ- ২০ টাকা 

8. কৃত্রিম মৌল পদার্থটির নাম কি ?

উঃ- প্লুটোনিয়াম

9. কত সালে 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ভারতে প্রথম কাগজের নোট প্রচলন করে ?

উঃ- ১৯৩৮ সালে। 

10. নিরক্ষরেখার উপর ট্রপােস্ফিয়ারের উচ্চতা কত ?

উঃ-  18 কিমি ।