জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - 5 | General Knowledge Questions And Answer Album Part - 5

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - 5 | General Knowledge Questions And Answer Album Part - 5 সমস্ত জিকে প্রশ্ন ও উত্তর বাংলায় দেওয়া হলো সকল ছাত্রদের সুবিধার্থে জন্য।

1. লাল গ্রহ কাকে বলে ?

উঃ মঙ্গল

2. লোকসভার প্রথম স্পিকার এর নাম কি ছিল ?

উঃ G. V. Mavalankar

3. NATO - কবে স্থাপিত হয় ?

উঃ ১৯৪৯ সালে

4. ভারতের প্রায় কত শতাংশ বনাঞ্চল রয়েছে ?

উঃ ২০%

5. কোন ভিটামিনের অভাবে মানবদেহে বন্ধ্যাত্ব দেখা যায় ?

উঃ E

6. সংবিধানের 370 ধারায় কোন রাজ্য সম্পর্কে বলা হয়েছে ?

উঃ জম্মু-কাশ্মীর

7. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা টি কবে সংশোধিত হয় ?

উঃ ১৯৭৬ সালে

8. কৃত্রিম উপগ্রহ আর্য ভট্ট কবে উৎক্ষেপিত হয়েছিল ?

উঃ ১৯৭৫ সালে

9. ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায় ?

উঃ গুজরাট

10. বিশ্ব নারী দিবস দিনটি কবে পালিত হয় ?

উঃ ৮ই মার্চ।

 

11. নারকেলের যে অংশটি আমরা খাই তা হল -

উঃ শস্য।

12. ভারতের সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ মন্দির কোনটি ?

উঃ তিরুবনন্তপুরম এর পদ্মনাভস্বামী মন্দির ।

13. কত সাল থেকে আমাদের দেশে ভারতরত্ন ও পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ?

উঃ ১৯৫৪ সাল থেকে।

14. কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল -

উঃ ১৮৬২ সালে

15. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছিল যে উদ্দেশ্যে -

উঃ হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য।