GK Album For WBP 2021 Part - 19 | জিকে অ্যালবাম পর্ব - ১৯
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ GK Album For WBP 2021 Part - 19 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
1. স্টকহোম কোন দেশের রাজধানী ?
উত্তরঃ- সুইডেন।
2. অযৌন জননের একক কি ?
উত্তরঃ রেণু।
3. কে আলমগীর নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ ঔরঙ্গজেব।
4. কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত সীলমোহর পাওয়া গেছে ?
উত্তরঃ মহেঞ্জোদারোতে।
5. ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ?
উত্তরঃ রবিকীর্তি।
6. নেকটন হল -
উত্তরঃ- জলে সন্তরনশীল জীব।
7. লাক্ষাদ্বীপে কোন ভাষায় কথা বলা হয় ?
উত্তরঃ মালায়লম।
8. ‘The Famished Road’ বইটি কে রচনা করেছিলেন ?
উত্তরঃ বেন ওকরি।
9. অক্সিজেনের যোজ্যতা কত ?
উত্তরঃ দুই।
10. কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি ?
উত্তরঃ- ভারতী।
11. তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেছিলেন ?
উত্তরঃ আকবর।
12. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ?
উত্তরঃ শক।
13. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৫৩ সালে।
14. নালী বিহীন গ্রন্থিকে কি বলা হয় ?
উত্তরঃ অনাল গ্রন্থি।
15. প্রতিটি ক্রোমোজোমে ক্রোমটিডের সংখ্যা কত ?
উত্তরঃ দুটি।
16. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ?
উত্তরঃ শক।
17. প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি ?
উত্তরঃ ভেড়া।
18. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ ৮।
19. টিসকো প্ল্যান্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ টাটানগর।
20. ভুটানের জলবায়ু কেমন ?
উত্তরঃ আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু।