GK Mock Test In Bengali Part - 6

নমস্কার সকলকে, তোমাদের সবার জন্যে আজ নিয়ে এলাম নতুন কুইজ টেস্ট প্রতিযোগিতা। এই GK Mock Test In Bengali Part - 6 - এ শুধু WBP এই নয়, সমস্ত রকম পরীক্ষার জন্য প্রশ্ন করা আছে যাতে সব competitive exam এ জন্য যাচাই হয়ে যাবে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো। সুতরাং, আর দেরি নয় 20 টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করো আর জেনে নাউ নিজের প্রস্তুতি কেমন হয়েছে।

1. মুদ্রারাক্ষস এর লেখক কে ?

বিশাখ দত্ত
গান্ধীজী
অমৃতা প্রীতম
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

2. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

ওরঙ্গজেব
দ্বিতীয় বাহাদুর শাহ
বাহাদুর শাহ
বাবর

3. নিম্নলিখিত কোন নদী পশ্চিম বাহিনী?

মহানদী
কাবেরী
কৃষ্ণা
নর্মদা

4. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাদক?

সরোদ
তবলা
সানাই
বাঁশি

5. মহাবীরের পূর্বতম তীর্থঙ্কর এর নাম কি ?

পার্শ্বনাথ
ঋষভ নাথ
গোসল
গৌতম বুদ্ধ

6. বিন্দুসার কোন বংশের শাসক ছিলেন ?

হর্ষঙ্ক
মৌর্য বংশ
দাস বংশ
চোল বংশ

7. গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?

সারনাথে
কপিলাবস্তু
কুশিনগর
কুন্দপুর

8. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

প্যারিস
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি
লন্ডন

9. হৃদপিন্ডের আবরণ কে কি বলা হয়?

পেরিকার্ডিয়াম
রেটিকুলাম
মেনিনজেস
কোনোটিই নয়

10. বিহু কোন রাজ্যের নৃত্য ?

আসাম
বিহার
মধ্যপ্রদেশ
গুজরাট

11. অমর্ত্য সেন কত সালে নোবেল পান?

1998 সালে
1999 সালে
2000 সালে
2001 সালে

12. বানভট্ট কার সভাকবি ছিলেন ?

আকবর
অশোক
বাবর
হর্ষবর্ধন

13. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?

ডঃ এস স্বামীনাথন
ডঃ রোনান্ড রস
মেন্ডেল
ডঃ হরগোবিন্দ খোরানা

14. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?

নাইট্রাস অক্সাইড
ক্যালসিয়াম ক্লোরো ক্লোরাইড
সোডিয়াম হাইড্রোক্সাইড
নাইট্রাস ডাই অক্সাইড

15. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ?

ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন সি
ভিটামিন ডি

16. ভারতবর্ষে প্রথম কবে ব্যাংক জাতীয়করণ হয়েছিল ?

1869 সালে
1969 সালে
1870 সালে
1970 সালে

17. অর্থশাস্ত্র এর রচয়িতা কে ?

কৌটিল্য
বসুমিত্র
নাগ দত্ত
মতিল

18. মোনাজাইট কোন ধাতুর আকরিক ?

ম্যাগনেসিয়াম
থোরিয়াম
ইউরেনিয়াম
পারদ

19. চন্ডাশোক কাকে বলা হয়?

পুষ্যমিত্র শুঙ্গ
বৃহদ্রথ
অশোক
বিম্বিসার

20. আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় ?

1947 সালে
1941 সালে
1942 সালে
1945 সালে