Railway Group D Online Mocktest In Bengali Part - 6

1. রবীন্দ্র সরোবর কোন রাজ্যে অবস্থিত?

সিকিম
ওড়িশা
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ

2. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয় কত সালে?

১৯৫৭ সালে
১৯৫৫ সালে
১৯৫৩ সালে
১৯৫১ সালে

3. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল?

২৩ জন
৩৩ জন
৫২ জন
৫৯ জন

4. ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি?

গীতা
রামায়ণ
চর্যাপদ
ঋগবেদ

5. সম্বাদ কৌমুদী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?

১৮২৩ সালে
১৮২১ সালে
১৮৫৬ সালে
১৮২২ সালে

6. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস নিম্নের কোনটি?

রেডন
হাইড্রোজেন
প্রোপেন
কার্বন ডাই অক্সাইড

7. দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন?

বেগম রোকেয়া
ঔরঙ্গজেব
হামিদা বানু বেগম
গুলবেদন বেগম

8. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

হকি
টেবিল টেনিস
ফুটবল
দাবা

9. স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন?

বাল গঙ্গাধর তিলক
বল্লভভাই প্যাটেল
মহাত্মা গান্ধী
সুভাষচন্দ্র বসু

10. দানশীলতার জন্য কাকে ‘লাখবখস’ বলা হত?

কুতুবউদ্দিন আইবক
মীর হাসান আলী
মীর নিসার আলী
টিপু সুলতান

11. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয়?

তরল হাইড্রোজেন
পেট্রোল
ডিজেল
তরল অক্সিজেন

12. ICDS প্রকল্প চালু হয় —?

প্রথম পরিকল্পনাকালে
দ্বিতীয় পরিকল্পনাকালে
চতুর্থ পরিকল্পনাকালে
পঞ্চম পরিকল্পনাকালে

13. National Legal Services -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

কেরালা
নতুন দিল্লি
রাজস্থান
পাঞ্জাব

14. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ?

দুইটি
তিনটি
পাঁচটি
এগারোটি

15. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?

মাইক্রোমিটার
ডিসকোমিটার
ন‍্যানোমিটার
স্ফিগমোম‍্যানোমিটার