ইতিহাসের G.K কুইজ টেস্ট প্রশ্ন ও উত্তর | History GK MCQ Quiz Question Answer | MCQ Test | Part - 1

ইতিহাসের বিষয় ভিত্তিক কুইজ টেস্ট এর প্রশ্নোত্তর। যে গুলো বিগত কয়েক বছরে আগত প্রশ্ন উত্তর।

1. ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত -

ওয়াশিংটনে
দিল্লিতে
লন্ডনে
প্যারিসে

2. "জাদুঘরের" প্রথম উৎপত্তি হয় -

গ্রিসে
ফ্রান্সে
চিনে
ভারতে

3. "ইতিহাস হল বিজ্ঞান--এর বেশিও নয়,কমও নয়।"- এটি কার উক্তি -

ই এইচ কার
জেমস মিল
বিউরি
ৱ্যাঙ্কে

4. "আইহোল শিলালিপি" কার সম্বন্ধে বর্ণনা করেছে ?

দ্বিতীয় পুলকেশী
গৌতমীপুত্র সাতকর্ণী
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গৌতম বুদ্ধ

5. সিপাহী বিদ্রোহ হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময় ?

লর্ড ডালহৌসি
এলেন বরা
হার্ডিঞ্জ
লর্ড ক্যানিং

6. 'মিনান্দার' কোন বংশের রাজা ছিলেন ?

গ্রিক
পল্লব
রোমান
ব্যাকট্রিয় গ্রিক

7. 'কুকা বিদ্রোহের' নেতা কে ছিলেন ?

স্বামী বিবেকানন্দ
স্বামী দয়ানন্দ সরস্বতী
মজনু শাহ
গুরু রাম সিং

8. কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইন চালু হয় ?

লর্ড লিটন
লর্ড রিপন
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি

9. দিল্লির কোন সুলতানের ছদ্মনাম "গুলরুকি" ?

সিকান্দার লোদী
বহুলুল লোদী
ইলতুৎমিস
সুলতান মাহমুদ

10. বুদ্ধচরিত এর রচয়িতা কে ?

বুদ্ধঘোষ
অশ্বঘোষ
বসুমিত্র
লোপামুদ্রা

11. হরিসেন কার সভাকবি ছিলেন ?

কণিষ্ক
সুমদ্রগুপ্ত
স্কন্দ গুপ্ত
প্রথম চন্দ্রগুপ্ত

12. "বাবর নামা" - গ্রন্থের লেখক কে ?

আবুল ফজল
বাবর
আসিফ
আকবর

13. মেগাস্থিনস কে ছিলেন ?

সেলুকাস এর দূত
গ্রিক পরিব্রাজক
চন্দ্রগুপ্তের প্রধনমন্ত্রী
চিনা পরিভ্রমণকারী

14. গুপ্তদের অর্থশাস্ত্র কোন গ্রন্থকে বলা হয় ?

অর্থশাস্ত্র
ত্রিপিটক
রামায়ণ
নীতিসার

15. দশ রাজার যুদ্ধ কোন বেদ থেকে জানা যায় ?

সামবেদ
ঋকবেদ
যজুর্বেদ
অথর্ববেদ