General Knowledge in Bengali Part -16

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ General Knowledge in Bengali For Competitive Exam Part -15 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. পরাগরেণু থেকে কি রোগ হয় ?

(A) পীতজ্বর  

(B) কালাজ্বর

(C) টাইফয়েড 

(D) অ্যালার্জি

2. বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

(A) ১৮১০ সালে 

(B) ১৮২০ সালে

(C) ১৮৩০ সালে

(D) ১৮৪০ সালে

3. আগরতলা কোন রাজ্যের রাজধানী ?

(A) পশ্চিমবঙ্গ

(B)  ত্রিপুরা 

(C) ঝাড়খন্ড

(D) হিমাচল প্রদেশ

4. পশ্চিমবঙ্গ বন‍্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?

(A) ১৯২৭

(B) ১৯৫৩

(C) ১৯৬৪

(D) ১৯৫৯

5. খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যালের ৪৭তম সংস্করণ অনুষ্ঠিত হলো কোথায় ?

(A) নাগাল্যান্ড

(B) মধ্যপ্রদেশ 

(C) মণিপুর 

(D) অরুণাচলপ্রদেশ

6. "খো খো" খেলায় প্রতিদলে কয়জন করে খেলোয়াড় থাকে ?

(A) 10 

(B) 11 

(C) 9

(D) 6

7. সংবিধানের কত নং ধারায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের কথা উল্লেখ রয়েছে ?

(A) 267 নং

(B) 275 নং

(C) 328 নং

(D) 280 নং

8. প্রদত্ত কোন রোগের প্রতিষেধক হিসেবে TAB টিকা দেওয়া হয় ?

(A) হুপিং কাশি

(B) টাইফয়েড

(C) আমাশয়

(D) যক্ষ্মা 

9. ডিনামাইট কে আবিষ্কার করেন ?

(A) জন ডালটন 

(B) আলফ্রেড নোবেল 

(C) বেকারেল

(D) রাদারফোর্ড

10. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

(A)কৃষ্ণা

(B) নর্মদা

(C) কাবেরী

(D) তাপ্তি

11. নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি ?

(A) ডলার 

(B) ইউরো

(C) রিংরিত 

(D) পাউন্ড

12. ভিটামিন C এর এর অভাবে কি রোগ হয় ?

(A) স্কার্ভি

(B) পেলেগ্রা

(C) বেরিবেরি

(D) হিমোফিলিয়া

13. সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অংশকে কী বলে ?

(A) গুরুমন্ডল 

(B) মহাসাগরীয় ভূত্বক

(C) ভূত্বক 

(D) মহাদেশীয় ভূত্বক

14. নিম্নের কে হোমরুল আন্দোলের সাথে যুক্ত ছিলেন না ?

(A) অ্যানি বেসান্ত

(B) সি আর দাস

(C) এস সুব্রাহ্মনিয়াম আইয়ার

(D) বাল গঙ্গাধর তিলক

15. জাতিসংঘে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে ?

(A) Robert Morris

(B) Joe Biden

(C) Linda Thomas Greenfield

(D) Kamala Harris

16. "মর্নিং স্টার অফ ইন্ডিয়া রেনেসাঁ" কাকে বলা হয় ?

(A)  মহাত্মা গান্ধী 

(B) জওহরলাল নেহেরু

(C)  রাজা রামমোহন রায় 

(D) বাল গঙ্গাধর তিলক

17. কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয় ?

(A) ১৮৩১ সালে

(B) ১৮৩৩ সালে 

(C) ১৮৩৫ সালে

(D) ১৮৩৭ সালে

18. 4 bit = কত nibble ?

(A) 2 NIBBLE

(B) 1 NIBBLE

(C) 4 NIBBLE 

(D) NONE OF THESE

19. সম্প্রতি কোন বাঙালি চলচ্চিত্র পরিচালকের নামে পুরস্কার চালু করার ঘোষণা করলো কেন্দ্র ?

(A) ঋতুপর্ণ ঘোষ

(B) সত্যজিৎ রায় 

(C) মৃণাল ঘটক

(D) সন্দীপ রায়

20. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?

(A) সতীশচন্দ্র সামন্ত

(B) সতীশচন্দ্র বসু 

(C) রামমোহন রায়

(D) ডিরোজিও 

21. রাজীব গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত ?

(A) দিল্লী 

(B) কলকাতা

(C) বারাণসী 

(D)হায়দ্রাবাদ

22. নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন ?

(A) ভিটামিন A 

(B) ভিটামিন B

(C) ভিটামিন D 

(D) ভিটামিন K

23. বারি দোয়াব কোন নদীর মধ্যর্বর্তীতে অবস্থিত ?

(A)  চেনাব ও রাভি

(B)  বিপাশা ও রাভি

(C) ঝিলাম ও চেনাব

(D) চেনাব ও সিন্ধু

24. ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে ?

(A) ১৯৯৩ সালে

(B)১৯৮৯ সালে 

(C) ১৯৯৫ সালে

(D) ১৯৯১ সালে

25. কোন সালের অধিবেশনে রাসবিহারী ঘোষ জাতীয় কংগ্রেসের সভাপতি হন ?

(A) 1906

(B) 1907

(C) 1908

(D) 1909

26. ভারতে জাতীয় ক্রেতা দিবস কবে পালিত হয় ?

(A) ২২শে ডিসেম্বর

(B) ২৩শে ডিসেম্বর

(C) ২৫শে ডিসেম্বর

(D) ২৪শে ডিসেম্বর

27. কাবুই কোন রাজ‍্যের প্রচলিত নৃত্য ?

(A)মণিপুর

(B) গুজরাট 

(C) মধ‍্যপ্রদেশ

(D) তামিলনাড়ু

28. কোন রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে ৬৮ মিলিয়ন ডলারের চুক্তি করলো ভারত ?

(A) নাগাল্যান্ড

(B) মেঘালয়

(C) হিমাচলপ্রদেশ

(D) মণিপুর 

29. বীজহীন ফল উৎপাদনে সাহায‍্যকারী হরমোনটি হল -

(A) কাইনিন

(B) ইথিলিন 

(C) অক্সিন 

(D) ফ্লোরিজেন

30. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

(A) থিয়ামিন

(B) অ্যাসকরবিক অ্যাসিড

(C) পাইরিডক্সিন

(D) রেটিনল