Best Kolkata Police GK Question Answer Album 2021 Part - 28
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ Top 10 Online GK Album For Kolkata Police [Bengail 2021] Part - 28 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Special প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
1. কি দিয়ে সরু তারের ব্যাস মাপা যায় ?
উঃ স্ক্রু গেজ।
2. ' রণ ' – শব্দের অর্থ কি ?
উঃ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি।
3. ইন্ডিয়ান সোশিয়লজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ শ্যামজি কৃষ্ণবর্মা ।
4. কেন্দ্রশাসিত অঞ্চল প্রদেশের মুখ্যমন্ত্রী এখন কে ?
উঃ এন. রঙ্গস্বামী।
5. বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয় ?
উঃ ২৩ শে মে (এবছরের থিম – টার্টেলস রক্স)
6. ডায়োড বাল্ব কে প্রথম আবিষ্কার করেন ?
উঃ ফ্লেমিং।
7. নীল কমিশন কত সালে গঠন করা হয় ?
উঃ ১৮৬০ খ্রিস্টাব্দে।
8. হাইড্রোজেন গ্যাস কি রঙের শিখা জ্বালায় ?
উঃ নীল রঙের।
9. আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এখন কে ?
উঃ নরিন্দর বাত্রা।
10. মরফিন এর উৎস কি ?
উঃ পোস্ত গাছের শুকনো লাটেক্স।