General Knowledge in Bengali For WBP Part -14

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ General Knowledge in Bengali For WBP Part -14 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. কম্পাঙ্কের একক কোনটি ?

(A)হার্জ 

(B)মিটার 

(C) ভোল্ট 

(D) ল্যামডা

2. ৬০ বছর পূর্তিকে কি বলে ?

(A)রজত জয়ন্তী 

(B)সুবর্ণ জয়ন্তী 

(C)হীরক জয়ন্তী 

(D)প্লাটিনাম জয়ন্তী

3. গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?

(A)ব্যারোমিটার 

(B)ম্যানোমিটার 

(C)হাইগ্রোমিটার 

(D)পাইরোমিটার

4. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?

(A)কনৌজ 

(B)আম্রপালি 

(C)বৈশাখি 

(D)পাটলিপুত্র

5. রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে ?

(A)রাষ্ট্রপতি 

(B)প্রধানমন্ত্রী

(C)উপরাষ্ট্রপতি 

(D)স্পিকার 

6. উত্তর আফ্রিকার প্রধান মরুভূমির নাম কি ?

(A) গোবি 

(B)সাহারা 

(C)থর 

(D)নুবিয়ান

7. মানুষের রক্তে PH এর মান কত ?

(A) ৭ 

(B) ৮.৫ 

(C) ৭.২ 

(D) ৭.৫

8. ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি ?

(A)থিয়ামিন 

(B)রাইবোফ্লাবিন 

(C)প্যান্টোথেনিক এসিড

(D) পাইরিডক্সিন

9. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল মেয়াদ কত বছর ?

(A)৫ বছর 

(B)৭ বছর 

(C)৮বছর 

(D)৯বছর

10. সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের কোন প্রাক্তন অলরাউন্ডার ?

(A)শচীন তেন্ডুলকর 

(B) ইউসুফ পাঠান 

(C)কপিল দেব

(D)এম.এস. ধোনি

11. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

(A) থিয়ামিন 

(B)রেটিনল 

(C)অ্যাসকরবিক অ্যাসিড 

(D)পাইরিডক্সিন

12. সম্প্রতি ISSF World Cup এ ভারতীয় পুরুষদের টিম কোন পদক জিতলো ?

(A)সোনা 

(B) ব্রোঞ্জ 

(C) রুপো 

(D) কোনটিই নয়

13. সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় কত সালে ?

(A)১৯৪৪ সালে 

(B)১৯৪৫ সালে 

(C)১৯৪৬ সালে 

(D)১৯৪৭ সালে

14. বাঘা যতীন নামে কে পরিচিত ?

(A) যতীন দাস 

(B) যতীন্দ্রনাথ মুখার্জী 

(C) যতীন্দ্রমোহন সেনগুপ্ত 

(D) উপরের কেউই নন

15. কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় ?

(A)মুম্বাই

(B)চেন্নাই 

(C)কলকাতা

(D) দিল্লী 

16. জেলা জজকে কে নিয়োগ করেন ?

(A)রাষ্ট্রপতি 

(B)রাজ্যপাল 

(C)মুখ্যমন্ত্রী 

(D)প্রধান বিচারপতি

17. পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে ?

(A)১৫২৬ সালে 

(B) ১৫৫৬ সালে 

(C) ১৭৬১ সালে 

(D) ১৭৬৫ সালে

18. নিচের কোনটি তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ?

(A)ভিটামিন D 

(B)ভিটামিন K 

(C)ভিটামিন E 

(D)উপরের সবগুলিই

19. লালারসে উপস্থিত উৎসেচকটির নাম -

(A) কাইমোট্রিপসিন

(B) ইরেপসিন 

(C) টায়ালিন 

(D) ট্রিপসিন

20. ক্রেতা সুরক্ষা আইন কবে প্রণীত হয় ?

(A)১৯৮৯ সালে

(B)১৯৮৭ সালে 

(C)১৯৮৮ সালে 

(D)১৯৮৬ সালে 

21. কে হাল্লাবোল নাটকটি রচনা করেন ?

(A)বাদল সরকার 

(B) সফদর হাসমি 

(C) উৎপল দত্ত

(D)  মনোজ মিত্র

22. সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল -

(A)৬০ বছর 

(B)৬২ বছর 

(C)৬৫ সালে 

(D)৭০ সালে

23. ভিনিগারের রাসায়নিক নাম কি ?

(A)সাইট্রিক অ্যাসিড 

(B) নাইট্রিক অ্যাসিড 

(C) অ্যাসিটিক অ্যাসিড 

(D)সালফিউরিক অ্যাসিড

24. পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ?

(A)সভাধিপতি 

(B)প্রধান 

(C)বি. ডি. ও

(D)সভাপতি 

25. জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন ?

(A) রাজনারায়ণ বসু 

(B) নবগোপাল মিত্র

(C)  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 

(D)অক্ষয় কুমার দত্ত